শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর পক্ষে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বিচারের ক্ষেত্রে তো একসঙ্গে সবগুলো মামলা হয় না৷ প্রত্যেকটা মামলায় আলাদা আলাদাভাবে জামিনের আবেদন করতে হয়৷ ফলে যে মামলাগুলো আমাদের সামনে আসছে সেগুলোতে জামিনের আবেদন করা হয়েছে৷ আদালত রুল জারি করেছে৷ এখন দেখি সরকার কী জবাব দেয়৷ আসল কথা হচ্ছে, মামলাগুলোর তদন্ত হচ্ছে না৷ অথচ তাদের কারাগারে আটকে রাখা হয়েছে৷ এটা তো ন্যায় বিচারের পরিপন্থী৷ এখন পুলিশ যদি এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযুক্ত করে চার্জশিট দেয়, তাতে আমি একটুও অবাক হবো না৷ কারণ, পুলিশ তো স্বাধীন না৷ এরা সংবিধান পরিবর্তন করতে চায়, কিন্তু এই আইনগুলো বদলাবে না৷ পুলিশ আইন তো বৃটিশ আমলের না, তারও আগের৷ ফলে যখন যারা ক্ষমতায় আসে, তারা এদের ব্যবহার করে৷ মূল কথা, সরকারের কথার সঙ্গে আদালতে আমরা সরকারি কৌশুলীদের আচরণে কোনো মিল পাচ্ছি না৷''