এনসিপির ‘দ্বিতীয় রিপাবলিকের' ২৪ দফা ইশতেহার
৩ আগস্ট ২০২৫সংবিধান সংশোধনসহ রাষ্ট্র ও জনগণের উন্নতির লক্ষ্যে বিভিন্ন দাবি, এনসিপির ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় এই ২৪ দফায়৷ নাহিদ ইসলাম বলেন, ‘‘গণ–অভ্যুত্থানের এক বছর পরে বাংলাদেশে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের দ্বিতীয় রিপাবলিকের ২৪ দফা ইশতিহার ঘোষণা করছি৷''
জাতীয় নাগরিক পার্টির এই ২৪ দফার মধ্যে রয়েছে, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক ঘোষণা৷
এছাড়া বাকি ২২ দফার মধ্যে রয়েছে- গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার, টেকসই উন্নয়নের জন্য শিক্ষানীতি, সর্বজনীন স্বাস্থ্য, ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, কল্যাণমুখী অর্থনীতি, জনবান্ধব পুলিশ, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, শ্রমিক-কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ণ, পরিবহণ ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল৷
নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আমাদের এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই৷ কেবল এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হটিয়ে, আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিইয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই৷ বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিন জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের ছাত্র–শ্রমিক–জনতা ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি৷''
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘‘আমরা এমন রাজনীতি করবো, যাতে দেশের প্রতিটা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে৷ সকল দলমতের মানুষ রাজনীতি করতে পারে, সেই ব্যবস্থা করবো৷ এমন রাজনীতি করবো, যাতে প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারেন৷ যাতে সকল নাগরিকের অধিকার থাকবে৷''
তিনি আরো বলেন, ‘‘আমরা এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলবো, যাতে দেশের সকল নাগরিকের স্বাস্থ্যের তথ্য ডেটাবেজ থাকবে৷ এতে অপ্রয়োজনীয় টেস্ট করা ও ভুল চিকিৎসা দেওয়া বন্ধ হবে৷ আমরা প্রাথমিক চিকিৎসাকে শক্তিশালী করব৷ যাতে মানুষ প্রতিটি এলাকায় মানসম্মত চিকিৎসা পায়৷''
এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল, যে সংবিধান আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে৷ এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না৷ আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙেচুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি৷''
এডিকে/আরআর (প্রথম আলো)