জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন জুলাই আন্দোলনে আহতদের প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, ‘‘আহতরা যেন ক্ষতিপূরণটা ঠিকমতো পায় সেই চেষ্টা আমরা শুরু থেকে করেছি৷ আমাদের যখন নাগরিক কমিটি ছিল তখন একটা সেল করেছিলাম৷ আমাদের দলের মধ্যেও এটা নিয়ে আলোচনা হচ্ছে৷ আসলে এই অভ্যুত্থানের মূল স্টেকহোল্ডার তো যারা শহীদ হয়েছেন তারা৷ তারা তো আমাদের মধ্যে নেই, ফলে যারা আহত হয়েছেন তারাই এখন মূল স্টেকহোল্ডার৷’’
এনসিপি-র এই নেত্রী বলেন, ‘‘তাদের সবাইকে যত ধরনের সহযোগিতা দেওয়া দরকার, সেটা করা উচিৎ৷ এনসিপি কখনও সরকার গঠনের সুযোগ পেলে অভ্যুত্থানে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগিতা করা হবে৷”