পায়েল সামন্ত কলকাতা
২ আগস্ট ২০২৫বিজ্ঞাপন
রাজ্য সরকারের পূজা অনুদানের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করছেন সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য৷ তিনি ডিডাব্লিউকে বলেন, ‘‘এই সিদ্ধান্তে যারা উল্লসিত, তারা বুঝতে পারছেন না, এটা তাদের ঘাড় ভেঙে আদায় করা হবে৷ সরকার শিল্পীদের ডেকে অনুদান দিক, ক্লাবকে কেন দেবে৷ পশ্চিমবঙ্গে কি আগে বড় মাপের পূজা হতো না, সেখান থেকে শিল্পীরা উপকৃত হতেন না? এতে তো সরকারের অংশগ্রহণ ছিল না৷''