এগিয়ে যাচ্ছেন কারজাই, আফগানিস্তানের নিরাপত্তা ক্রমেই নাজুক
২৭ আগস্ট ২০০৯বুধবার কান্দাহারে ভয়াবহ বোমা হামলার পর আলাদা হামলায় প্রাণ হারিয়েছে আরো দুই ন্যাটো সেনা৷
আফগানিস্তানে গত ২০শে আগস্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্রমেই সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছেন৷ আফগানিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার নয় লাখ ৪১ হাজার ব্যালট গণনা হয়েছে, যা মোট প্রদত্ত ভোটের ১৭ শতাংশের বেশি৷ দেখা গেছে হামিদ কারজাই পেয়েছেন এসব ভোটের ৪৪.৮ শতাংশ ভোট, অপরদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৩৫.১ শতাংশ ভোট৷ অর্থাৎ দুই জনের মধ্যে ভোটের ব্যবধান এখন নয় শতাংশ – একদিন আগেও এই পার্থক্য ছিল দুই শতাংশ৷ নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে যে ভোটের চূড়ান্ত ফলাফল পেতে আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে৷ তবে এভাবে যদি হামিদ কারজাই এগিয়ে যান তাহলে তার আগেই বোঝা যাবে ক্ষমতার দৌড়ে কে জিততে চলেছেন৷
এদিকে নির্বাচনের পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে পড়ছে৷ এর সবচেয়ে বড় উদাহরণ মঙ্গলবার কান্দাহারে একাধিক নৃশংস বোমা হামলা৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে যে তালেবান প্রভাবিত কান্দাহারে মঙ্গলবার একটি ট্রাক বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৪৩ জন নিহত হয়৷ আহত হয় আরো কমপক্ষে ৬০ জন মানুষ৷ নিহত এবং আহত মানুষদের বেশিরভাগ বেসামরিক নাগরিক৷ কান্দাহারের লোকজন রমজানের রোজা শেষে যখন ইফতারি করছিলেন, তখনই তাদের ওপর নেমে আসে এই নৃশংস হামলা৷ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনী এতদিন এই শহরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিল৷ তারা আফগান সেনাদের হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটে৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই বোমা হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ কিন্তু তাতেও পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি৷ বুধবার ওই শহরে আরো একটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে৷ অপরদিকে কাবুলের আশপাশে আরো দুই হামলায় দুই জন ন্যাটো সেনা নিহত হয়েছে বলে ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে৷
মূলত চলতি বছরটি আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের জন্য ছিল সবচেয়ে ভয়াবহ৷ বুধবার দুই ন্যাটো সেনা নিহত হওয়ার পর কেবল এই মাসে নিহত বিদেশি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬টিতে৷ জানা গেছে যে চলতি বছরে মোট ২৯৮ জন বিদেশি সেনা জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছে, যদিও বছর শেষ হতে এখনও আরো চার মাসেরও বেশি বাকি৷ ২০০১ সালে তালেবান জঙ্গিদের ক্ষমতা থেকে হটানোর পর এই বছরেই সবেচেয়ে বেশি বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন