এখনও ভোটার হননি খালেদা জিয়া
২৬ নভেম্বর ২০০৮আগামী ৩০শে নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন৷ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে দাঁড়ানোর জন্য দলীয় মনোনয়নপত্র কিনলেও এখনও ভোটার হননি৷
কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ অনেক ভিআইপি ভোটার হলেও খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেন৷ তাঁর দাবি ছিল ৭ দফা শর্ত পূরণ না হলে তিনি ভোটার হবেন না৷ নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুয়ায়ী ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না৷ উপ নির্বাচন কমিশনার লুত্ফর রহমান বিশ্বাস ডয়চে ভেলেকে বলেন, অনেক চেষ্টা করেও খালেদা জিয়াকে ভোটার করা যায়নি৷
জেলা রিটার্নিং অফিসার আজিজুর রহমান বলেন, ভোটার না হলে নির্বাচনে দাঁড়ানো তো দূরের কথা খালেদা জিয়া মনোনয়ন পত্র জমাই দিতে পারবেন না৷ মনোনয়নপত্র জমা দেয়ার আর সময় আছে মাত্র ৪দিন৷
বিএনপি-র যুগ্ম মহাসচিব সেলিমা রহমান অবশ্য জানান, মনোনয়নপত্র জমা দেয়ার আগেই খালেদা জিয়া ভোটার হবেন৷
নির্বাচন কমিশন জানিয়েছে, খালেদা জিয়া চাইলে ৪ দিনের মধ্যে যে কোন দিন বিশেষ ব্যবস্থায় ভোটার হতে পারবেন৷
অন্যদিকে, বিএনপির মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে বুধবার বিএনপি অফিসের সামনে ছিল বেজায় ভিড়৷ দফতর সম্পাদক জানিয়েছেন, রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র কেনা ও জমার শেষ সময় হলেও পরিস্থিতি বুঝে সময় বাড়ানো হতে পারে৷
এদিকে, আওয়ামী লীগ বুধবার রাতের মধ্যে জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চুড়ান্ত করবে৷