বিজ্ঞাপন
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, "এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের ব্যাপক হুমকি দেয়া হচ্ছে। বিশেষ করে যারা সরকারের সমালোচনা করেন, তাদের বিদেশ থেকেও কয়েকজন ইউটিউবার নিয়মিত হুমকি দিচ্ছেন। আর সাংবাদিকরা মবের ভয়ে থাকেন। কখন না আবার কোন সংবাদ মাধ্যমের সামনে গিয়ে গরু জবাই করে জিয়াফত করার ঘোষণা দেয়।”
তার কথা, " সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার দায়ে সাংবাদিকদের চাকরি গেল। তারা বলবেন, আমরা তো চাকরি থেকে বাদ দিতে বলিনি। কিন্তু কোনো -না-কোনো ভয়ের কারণে তো তাদের প্রতিষ্ঠান চাকরি থেকে ওই সাংবাদিকদের বাদ দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন গ্রুপ খুলে সাংবাদিকদের ছবি দিয়ে হুমকি দেয়া হচ্ছে। কালচারাল ফ্যাসিস্ট বলে ট্যাগ দেয়া হচ্ছে। একটা ভয়ের পরিবেশ।”