এক মাস পর আবারও মৃদু ভূমিকম্প
১৬ জুন ২০২৩বিজ্ঞাপন
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫৷ এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ৷
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস ডেইলি স্টারকে জানান, আজ সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এই ভূমিকম্প হয়েছে৷
সিলেটে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতাও জানিয়েছেন৷
এর আগে গত ৫ মে ঢাকাসহ এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়৷ ওই হালকা ধরনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহার৷
এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)