এক বছরে জার্মানিতে পারিবারিক সহিংসতার রেকর্ড
২ আগস্ট ২০২৫সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে জার্মানির সাপ্তাহিক সংবাদপত্র ভেল্ট আম জনটাগ এ তথ্য জানিয়েছে৷
বেশিরভাগ মানুষ নিজ ঘরে নিজেকে নিরাপদ মনে করলেও,পারিবারিক সহিংসতাপরিসংখ্যান সেই ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা৷
জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (বিকেএ) এর পরিসংখ্যান তুলে ধরে সাপ্তাহিক সংবাদপত্রটি জানিয়েছে, পারিবারিক পর্যায়ে সহিংসতার ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে৷
২০২৪ সালে মোট দুই লাখ ৫৬ হাজার ৯৪২ জন মানুষ পারিবারিক সহিংসতার শিকার হিসেবে নিবন্ধিত হয়েছেন৷ সংখ্যাটি তার আগের বছরের তুলনায় অন্তত তিন দশমিক সাত শতাংশ বেশি৷
বিকেএ-এর পরিসংখ্যান বলছে, এসব ঘটনায় সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন নারীরা৷ মোট ঘটনার ৭৩ শতাংশ ক্ষেত্রে ভুক্তভোগী হলেন নারীরা৷
এসব ঘটনায় বর্তমান স্বামী/স্ত্রী বা পার্টনার এবং প্রাক্তনের হাতেই সহিংসতার শিকার হয়েছে এক লাখ ৭১ হাজার ৬৯ জন৷ সংখ্যাটি আগের বছরের তুলনায় এক দশমিক নয় শতাংশ বেশি৷
বিকেএ আরো জানিয়েছে, পরিবারের সদস্যদের মাধ্যমে সহিংসতার ঘটনা সাত দশমিক তিন শতাংশ বেড়ে হয়েছে ৯৪ হাজার ৮৭৩টি৷
গত পাঁচ বছরে জার্মানিতে পারিবারিক সহিংসতা অন্তত ১৪ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস৷
২০২৩ সালের পরিসংখ্যানেও দেখা গেছে, প্রতিদিন অন্তত সাতশ মানুষ পরিবারের সদস্যদের মাধ্যমে সহিংসতার শিকার হয়েছিলেন৷ভুক্তভোগীদের দুই-তৃতীয়াংশই ছিলেন নারী৷
টিএম/আরআর (ভেল্ট আম জোনটাগ)