বিজ্ঞাপন
‘‘সেই আশঙ্কা থেকে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বিভিন্ন জায়গায়৷ সেই ব্যবস্থা নেয়ার কারণে যেকোন ধরনের অপ্রীতিকর অবস্থা এড়ানো গেছে৷’’
তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বর থেকে অনেককেই আটক করা হয়েছিলো এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের অধিকাংশকে ছেড়ে দেয়া হয়েছে৷ একজন ব্যক্তিকে আটকের পর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এই বিষয়ে সরকার ধানমন্ডির ওসির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে৷ ‘‘এরইমধ্যে অতিদ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে যাতে সে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়,'' বলেন তিনি৷
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কালচারাল ফ্যাসিস্ট বা জুতা নিক্ষেপ এটা হচ্ছে ক্যাম্পসে কারো কারো প্রতিবাদ৷ এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই৷’’