জেপি নেতা ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিমলশঙ্কর নন্দের দাবি, "উত্তর কলকাতায় তাপস রায়ের জয়ের সম্ভাবনাই বেশি৷ তিনি তৃণমূল থেকে এলেও দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তির নেতা৷ এই কেন্দ্রের প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটের অনেকটাই তৃণমূল হারাবে৷ তারা বুঝে গিয়েছে, ভোটব্যাংকের স্বার্থে শাসক দল তাদের ব্যবহার করছে৷"