এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক ‘ঐকমত্যের' আহ্বান চীনের
২৬ জুলাই ২০২৫সাংহাইয়ে চলমান ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে শনিবার প্রধানমন্ত্রী লি এ কথা বলেন৷ এমন এক সময়ে তিনি এই মন্তব্য করেছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে উলটো নিয়মনীতি কমানোর ঘোষণা দিয়েছেন৷
লি বলেন, উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা জরুরি৷ আর এর জন্য সমাজের পক্ষ থেকে আরও ঐকমত্য প্রয়োজন৷
তিনি চীন-নেতৃত্বাধীন একটি সংস্থার ঘোষণা দেন, যা বৈশ্বিক এআই সহযোগিতা ও ওপেন-সোর্স উন্নয়নকে উৎসাহিত করবে৷
এই সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উন্নত এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা তীব্রতর হয়েছে৷ এর কয়েকদিন আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে এআই-এর ওপর নিয়ন্ত্রণ কমানোর ঘোষণা দেন৷ একই সময়ে ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনে উন্নত চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে৷
এই নিষেধাজ্ঞার ফলে চীনা কোম্পানিগুলো বিকল্প খুঁজছে৷ জানুয়ারিতে চীনা স্টার্টআপ ডিপসিক এমন একটি এআই মডেল চালু করে, যা উন্নত চিপ ছাড়াও মার্কিন মডেলগুলোর সমতুল্য পারফরম্যান্স দেখাতে সক্ষম৷
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে লি এই একচেটিয়া নিয়ন্ত্রণের সমালোচনা করেন এবং এআই প্রযুক্তিতে উন্মুক্ত প্রবেশাধিকার চান৷ তিনি বলেন, ‘‘শুধু উন্মুক্ততা, ভাগাভাগি ও ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করলেই আরও দেশ ও গোষ্ঠী এআই-এর সুফল পেতে পারে৷''
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিডিও বার্তায় বলেন, এআই নিয়ন্ত্রণ হবে ‘আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা৷'
এবারের এআই কনফারেন্সে আট শতাধিক কোম্পানি অংশ নিচ্ছে এবং তিন হাজারের বেশি প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে৷ হুয়াওয়ে ও আলিবাবার মতো চীনা কোম্পানির পাশাপাশি টেসলা, অ্যালফাবেট ও অ্যামাজনের মতো মার্কিন কোম্পানিও অংশ নিচ্ছে৷ ২৯ জুলাই পর্যন্ত সম্মেলন চলবে৷
জেডএ/আরআর (এএফপি, রয়টার্স)