উপাচার্যকে সময় বেঁধে দিল যাদবপুরের আন্দোলনকারীরা
৪ মার্চ ২০২৫সোমবারের পর মঙ্গলবারেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত। শনিবার যাদবপুর অঞ্চলে মিছিল করেছেন আন্দোলনকারীরা। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ডাকা ছাত্র ধর্মঘটের জেরে উত্তরবঙ্গ এবং মেদিনীপুরে বেশ কয়েকটি কলেজ ক্যাম্পাসে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। মঙ্গলবারও আন্দোলন চলছে।
মঙ্গলবার কাজ বন্ধ রাখার ডাক দিয়েছে একাধিক অতিবাম ছাত্র সংগঠন। যার মধ্যে অন্যতম ডিএসএফ। এছাড়াও কর্মসূচিতে অংশ নিয়েছে ডিএসও। তবে এসএফআই এদিন এই কর্মসূচিতে অংশ নেয়নি। রাজ্যজুড়ে আরো বেশ কয়েকটি কর্মসূচি পালন করছে তারা। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য মঙ্গলবার সকালে মেদিনীপুরে পৌঁছেছেন। সেখানে তিনি দেখা করবেন সোমবারের সংঘর্ষে আহত ছাত্রদের সঙ্গে। পুলিশ যে ছাত্রদের থানায় তুলে নিয়ে গেছিল, তাদের সঙ্গেও দেখা করেছেন তিনি।
ডিডাব্লিউ-কে সৃজন জানিয়েছেন, ''শুধু যাদবপুর বা কলকাতায় নয়, রাজ্যজুড়ে আন্দোলন জারি থাকবে। ক্যাম্পাসে নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে।'' এসএফআই নেতা দেবাঞ্জন দে ডয়চে ভেলেকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর থেকে সংঘর্ষ চলছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। তিনি জানিয়েছেন, ''কল্যাণী বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাস তৃণমূলের গুন্ডারা দখল করার চেষ্টা করছে। শিক্ষাকর্মী, সাংবাদিক, পুলিশের উপরেও তারা আক্রমণ চালাচ্ছে। আবারও বলছি, এসএফআই এক ইঞ্চিও জায়গা ছাড়বে না।''
এদিকে, যাদবপুরে এদিন পেন ডাউন কর্মসূচি চলছে। বহু ছাত্র এবং কিছু শিক্ষাকর্মী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানিয়েছেন, উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে ক্যাম্পাসে এসে তাকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। আহত ছাত্রদের সঙ্গে দেখা করতে হবে এবং তাদের চিকিৎসার খরচ দিতে হবে। নইলে আরো বৃহত্তর আন্দোলনের রাস্তায় তারা হাঁটবে।
ছাত্রদের দাবি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ছাত্রদের উপর দিয়ে চালানোর চেষ্টা হয়েছে। ফলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করতে হবে। এবং সেই মামলা করতে হবে কর্তৃপক্ষকে। উল্লেখ্য, সোমবার রাত পর্যন্ত যাদবপুরের তিনটি বিভাগের ছাত্রছাত্রীরা জেনারেল বডি বৈঠক করে। সেখানেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। ডয়চে ভেলে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এসজি/জিএইচ