উপজেলা নির্বাচনও হবে জাতীয় নির্বাচনের আগে
২৩ জুন ২০০৮এর জবাবে শনিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়রুল ইকবাল এবং বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো যতই বিরোধিতা করুক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবেই৷ তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়৷ দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেয়া হয়না৷ তাই রাজনৈতিক দলগুলোর এ নিয়ে কথা বলা উচিত নয়৷ আর স্থানীয় সরকার নির্বাচন সাধারন মানুষ চায়৷ এনিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে৷
ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, উপজেলা নির্বাচনও জাতীয় নির্বাচনের আগে হবে৷ এজন্য সরকার পুরোপুরি প্রস্তুত৷ নির্বাচন কমিশন সুবিধামত সময়ে তফসিল ঘোষণা করবে৷
স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কাজ করে সুশাসনের জন্য নাগরিক নামের একটি বেসরকারী সংগঠন৷ তার প্রধান ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে জানান, রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনের বিরোধীতা করার যৌক্তিক কোন কারণ নেই৷ তার মতে এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন কতটুকু দক্ষতার সাথে জাতীয় নির্বাচন করতে পারবে তা বোঝা যাবে৷
এদিকে তফসিল ঘোষণার পর খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রার্থীরা মাঠে নেমে গেছেন৷ রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষার কথা বললেও জনসংযোগ শুরু করে দিয়েছেন৷ ৯টি পৌরসভা এলাকায় শুরু হয়েছে প্রাণ চাঞ্চল্য৷