উত্তর কোরিয়াকে তথ্য দেয়ায় ফরাসি কর্মকর্তা আটক
২৭ নভেম্বর ২০১৮ঐ কর্মকর্তার নাম বেনোয়া কেনডে৷ তিনি ফ্রান্স সেনেটের স্থাপত্য, ঐতিহ্য ও বাগান বিষয়ক কার্যালয়ের একজন কর্মকর্তা৷ এছাড়া ফ্রাংকো-কোরিয়ান ফ্রেন্ডশিপ এসোসিয়েশনেরও প্রধান তিনি৷ সমাজতন্ত্র ও সাম্যবাদের সমর্থক কয়েকজন সাংবাদিক মিলে গত শতকের ষাটের দশকে এই সংস্থা গঠন করেছিলেন৷ দুই কোরিয়ার একত্রীকরণের বিষয়টি সমর্থন করে এই সংস্থা৷
বেনোয়া কেনডে উত্তর কোরিয়া নিয়ে কয়েকটি বই ও প্রবন্ধ লিখেছেন৷ দেশটিতে তিনি বেশ কয়েকবার ভ্রমণও করেছেন৷
রাশিয়ার প্রচারমাধ্যম রাশিয়া টুডে'র প্রতিষ্ঠান ‘আরটি ফ্রান্স'-এ আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত সাক্ষাৎকার দিয়ে থাকেন কেনডে৷
আটকের পর কেনডেকে ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷ তাঁকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়৷ এছাড়া সেনেটে তাঁর কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছে৷
মার্চ মাস থেকে কেনডের বিরুদ্ধে শুরু হওয়া প্রাথমিক তদন্তে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে এএফপি৷
উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে ফ্রান্সের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে পিয়ংইয়ংয়ে একটি ‘ফ্রেঞ্চ কো-অপারেশন অফিস' আছে৷ এটি সাধারণত মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে৷
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)