উঠতি শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে হেলসিংকির হোটেল
৩০ ডিসেম্বর ২০২২ফিনল্যান্ডের হেলসিংকির দক্ষিণ পশ্চিমে ইয়াটকাসারি এলাকায় চোখ-ধাঁধানো এক নতুন ভবনের আবির্ভাব ঘটেছে৷ হোটেল এ-এক্স শহরের জমজমাট শিল্পকলার জগতের প্রচার ও সেই জগতের নবীনতম সদস্যদের লালন করার প্রতিশ্রুতি দিচ্ছে৷ ‘আর্ট এক্সপিরিয়েন্স' নামের এই নামের মর্ম প্রবেশদ্বারেই স্পষ্ট হয়ে যায়৷ হোটেলের প্রধান ডিজাইনার স্টেফান লিন্ডফর্স বলেন, ‘‘এই জীবটি আমার অন্যতম দুঃস্বপ্ন৷ একইসঙ্গে আমি এই সৃষ্টিকর্মের মাধ্যমে জানাতে চাই, যে আমরা মোটেই অতিরিক্ত মাত্রায় সিরিয়াস নই, শিল্পের অতিরিক্ত মাত্রায় অভিজাত হবার প্রয়োজন নেই৷ সেটিকে কোনো নির্দিষ্ট ধরনের মানুষের জন্য উপযুক্ত হতে হবে না৷ আমরা, শিল্পীরা যা সৃষ্টি করি, যে কেউ সেটি দেখে নিখাদ আনন্দ পেতে পারে৷''
স্টেফান লিন্ডফর্স আর্টিস্টিক টিমের প্রধান৷ তিন দশকেরও বেশি সময় জুড়ে তিনি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়েছেন৷ পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার, ভাস্কর ও চলচ্চিত্র পরিচালক হিসেবে সক্রিয় থেকেছেন তিনি৷ তাঁর সৃষ্টিকর্মের মধ্যে নিউ ইয়র্ক শহরের কিংবদন্তির গেরশউইন হোটেলও রয়েছে৷ নিউ ইয়র্ক টাইমস এই স্থাপনাকে ‘ম্যানহ্যাটেন ল্যান্ডমার্ক' হিসেবে বর্ণনা করেছিল৷
অধুনা-লুপ্ত গেরশউইনের মতো এ-এক্স হোটেলও গ্যালারি ও দেখাসাক্ষাতের জায়গা বটে৷ কিন্তু লিন্ডফর্স সেই কনসেপ্টকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন৷ তিনি বলেন, ‘‘একটা নতুন হোটেল কীভাবে তৈরি করা যায়? এক নতুন ড্রিংকিং গ্লাস বা চেয়ার কীভাবে ডিজাইন করা সম্ভব? প্রতিটি ক্ষেত্রেই আমার সামনে একই চ্যালেঞ্জ থাকে৷ যাই করি না কেন, আমার সবসময়ে নতুন অ্যাংগেল বা দৃষ্টিকোণ চাই৷ অন্যান্য যে সব হোটেল শিল্পকলা নিয়ে চর্চা করে, সেগুলি থেকে কীভাবে আলাদা করা যায়, সে বিষয়ে ভেবেছিলাম৷ তখন বুঝেছিলাম, যে শুধু শিল্পকলা নয় –তারুণ্যের প্রতিনিধিত্ব করে, এমন শিল্পীদের সঙ্গেও আমাদের আন্তরিক বন্ধুত্ব গড়ে তুলতে হবে৷ উঠতি যে সব শিল্পী নিজেদের কর্মজীবন সবে শুরু করেছেন, তাঁদের শিল্পকর্ম তুলে ধরার সুযোগ দিতে হবে৷ ফলে হোটেলের কনসেপ্টের অর্ধেকই নিজেদের শিল্পকর্ম তুলে ধরার প্ল্যাটফর্ম৷ নামীদামী গ্যালারিতে সেই সুযোগ না পেলেও চলবে৷''
হোটেল এ-এক্স-এর ম্যানেজার সারি লিন্ডবার্গ শিল্পের পৃষ্ঠপোষকতার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘‘বিশেষ করে নীচের তলার দেওয়ালে সেগুলি দেখা যায়৷ আমরা সেই দেওয়াল গ্যালারি হিসেবে আর্টিস্টদের দেই৷ আমাদের একজন কিউরেটর আছেন, যিনি শিল্পকর্ম সংগ্রহ করেন৷ আমরা জায়গা দেই৷ তারা শিল্পকর্ম বিক্রি করতে পারলে আমরা মাত্র দশ শতাংশ কমিশন নিয়ে থাকি৷ অন্য গ্যালারির মতো বেশি টাকা চাই না৷ সেই টাকাও আমরা শিল্পীদের ফিরিয়ে দেবো৷ প্রতি বছরের আয় খতিয়ে দেখে সব টাকা বৃত্তি অথবা অন্য কোনো রূপে তরুণ শিল্পীদের দিয়ে দেবো৷''
স্টেভান লিন্ডফর্সের ইচ্ছা অনুযায়ী হেলসিংকির এ-এক্স হোটেলে শিল্পী ও শিল্পপ্রেমির মধ্যে দারুণ সহযোগিতা গড়ে উঠছে৷
হালিদা আবারো/এসবি