ইসরায়েলে গুলিতে নিহত এক
২৪ মার্চ ২০২৫তিন সপ্তাহ আগে এক ছুরি হামলায় এ শহরেই একজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন৷
ইসরায়েলের উত্তরের শহর হাইফায় সোমবার বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন৷
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আটক করা হয়েছে৷
‘‘এক সন্ত্রাসী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং তাকে দ্রুত পরাস্ত করেছে সেখানে থাকা পুলিশ বাহিনী,'' এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ৷ তারা অবশ্য হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি, তবে ‘সন্ত্রাসী' আখ্যা দেয়ায় ধারণা করা হচ্ছে যে তিনি ফিলিস্তিনি হতে পারেন৷
হামলা সম্পর্কে যা জানা গেছে
সোমবার এক ব্যক্তি একটি বাস স্টপে গাড়ি নিয়ে মানুষের মধ্যে ঢুকে পড়েন৷ এরপর তিনি সেখানে অবস্থানরতদের উপর প্রথমে তিনি ছুরি হামলা চালান এবং তারপর গুলি চালান৷
গুলিতে ৭৫ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারান বলে জানিয়েছে দ্য মেগান ডেভিড এডম এমার্জেন্সি সার্ভিসেস৷ ২০ বছর বয়সি আহত এক ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেয়া হয়৷
জরুরি সেবাদানকর্মীরা জানান, এক তরুণের চিকিৎসা করা হয়েছে যিনি গাড়ির আঘাত পেয়েছেন এবং হামলায় তার দেহে ক্ষতের সৃষ্টি হয়েছে৷
যুদ্ধবিরতির পর প্রথম হামলা
মাত্র তিন সপ্তাহ আগে হাইফায় বাস স্টপে আরেক হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন৷
সোমবারের হামলা এমন এক সময়ে হলো যখন গাজায় হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি শেষ করেছে ইসরায়েল এবং সেখানে বোমা হামলা পুনরায় শুরু করেছে ও একটি স্থল অভিযান পরিচালনা করা হচ্ছে৷
ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে শুরু হওয়া যুদ্ধের মাঝেই ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলে অগুনতি হামলা চালিয়েছে৷
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরায়েলের হামলায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি ছিটমহলটিতে প্রাণ হারিয়েছেন৷
এআই/এসিবি (এএফপি, ডিপিএ)