ইসরায়েল-ইরান সংঘাত: হামলা, পালটা হামলার তীব্রতা বাড়ছে
দুই দেশের পালটাপালটি হামলার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যাও বাড়ছে। আশঙ্কা রয়েছে যুদ্ধ আরো বিস্তৃত আকার ধারণ করতে পারে।
ইরানের রাতভর হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বাড়ছে
শনিবার রাতে মধ্য ইসরায়েলের বাত ইয়ামে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে তাতে চারজন নিহত হন। ইসরায়েলি সৈন্যরা রোববারও আবাসিক ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে অনুসন্ধান অব্যাহত রেখেছে। সব নিয়ে ইসরায়েলে ইরানি হামলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ এ।
ইরানে হামলা অব্যাহত, নিহত অন্তত ২২৪
রোববার বিকেলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ জেনারেল, সেনাবাহিনীর গোয়েন্দাপ্রধান এবং নয় জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও ছিলেন। হতাহতের ৯০ শতাংশই বেসামরিক নাগরিক বলে দাবি ইরানের।
হামলার মধ্যে আশ্রয়ের সন্ধান
ইসরায়েলের বেসামরিক নাগরিকেরা হামলার সময় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। আহতদের সাহায্য করার জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্যদিকে ইরানে শনিবার শিয়াদের ছুটির দিন ঈদুল গাদির উদযাপনের সময় (ছবিতে) ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
জি-সেভেন এজেন্ডার শীর্ষে ইসরায়েল-ইরান সংঘাত
ক্যানাডায় জি-সেভেন শীর্ষ সম্মেলনের জন্য বার্লিন ছাড়ার আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, "ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বা তা অর্জন করতে দেয়া যাবে না।" ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তিনি ইরানের পারমাণবিক অগ্রগতির প্রতিক্রিয়া হিসাবেই দেখছেন বলে জানান। সম্মেলনের এজেন্ডায় বিষয়টি শীর্ষে থাকবে বলেও জানান তিনি।
নিরাপত্তা বাড়াচ্ছে জার্মানি, ফ্রান্স
সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় বার্লিনে ইসরায়েলি দূতাবাসের রাস্তাসহ ইসরায়েলি এবং ইহুদি প্রতিষ্ঠানের নিরাপত্তা বৃদ্ধি করছে জার্মানি। ম্যার্ৎস বলেছেন, "ইরান যদি এখানে ইসরায়েলি বা ইহুদি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করে, সেজন্য আমরা নিজেদের প্রস্তুত করছি।" ফ্রান্সও এরইমধ্যে একই ধরনের ব্যবস্থা বাস্তবায়ন করেছে।
পরমাণু আলোচনা বাতিল
রোববারের পূর্বনির্ধারিত ষষ্ঠ দফার মার্কিন-ইরান পরমাণু বিষয়ক আলোচনা বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী ওমান। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই আলোচনাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। ইরানের আইআরএনএ সংবাদ সংস্থার প্রকাশ করা এক বিবৃতিতে, আরাঘচি এই হামলা "ওয়াশিংটনের সমর্থনের প্রত্যক্ষ ফলাফল" আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্র অবশ্য শুরু থেকেই এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।
ইরানের ইউরেনিয়াম
ইরান বরাবরাই তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক মূল্যায়নেও ইঙ্গিত পাওয়া গেছে যে, ২০০৩ সালের পর থেকে দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টাও করছে না। তবে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্যমতে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে। ইসফাহানের মতো পারমাণবিক স্থাপনাগুলো (ছবিতে) ইসরায়েলি হামলার মূল লক্ষ্যবস্তু ছিল।
জেসি ভিনগার্ড/এডিকে