ইলন মাস্কের বাচ্চাদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সপরিবারে দেখা করলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার বাচ্চাদের উপহার দিলেন মোদী।
রবীন্দ্রনাথের বই উপহার
ইলন মাস্কের সঙ্গে ছিলেন তার পার্টনার এবং তিন সন্তান। মাস্কের সন্তানদের হাতে রবীন্দ্রনাথের 'দ্য ক্রেসেন্ট মুন', আর কে নারায়ণ রচনাসংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণুশর্মার পঞ্চতন্ত্র তুলে দেন মোদী। রবীন্দ্রনাথ বাচ্চাদের জন্য লেখা বেশ কিছু কবিতা ইংরাজিতে অনুবাদ করেছিলেন। সেগুলি নিয়েই 'দ্য ক্রেসেন্ট মুন' প্রকাশিত হয়।
'কথা বলে আনন্দ পেয়েছি'
নরেন্দ্র মোদী মাস্কের বাচ্চাদের হাতে বই তুলে দেয়ার পরই তারা তা আগ্রহ নিয়ে পড়তে শুরু করে। মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ''ইলন মাস্ক ও তার পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হলো। কথা বলে খুব আনন্দ পেয়েছি।''
কোন বিষয়ে কথা হলো?
মোদী জানিয়েছেন, ''মহাকাশ অভিযান, গাড়ি, প্রযুক্তি, উদ্ভাবন নিয়ে আলোচনা হয়েছে। আমি মাস্ককে বলেছি, ভারত সরকার কীভাবে ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসনের নীতি নিয়ে চলছে।'' প্রধানমন্ত্রীর অফিসের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ''কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, মহাকাশ অভিযানে ভারত-মার্কিন সহায়তা ও যৌথ উদ্য়োগ নিয়ে মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথা হয়েছে।''
মোদী যা বলেছেন
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেছেন, ইলন মাস্ককে তিনি অনেকদিন ধরে চেনেন। তিনি যখন মুখ্যমন্ত্রী সেই সময় থেকে মাস্কের সঙ্গে তার যোগাযোগ আছে।
টেসলার গাড়ির কারখানা
ভারতে টেসলার গাড়ির কারখানা করার কথা বলেছিলেন মাস্ক। কিন্তু বিষয়টি তারপর খুব একটা এগোয়নি। এখন কি সেই কারখানা হবে?