ইরানের কারাগারে ইসরায়েলের হামলা
২৩ জুন ২০২৫খবরে বলা হয়, রাজধানী তেহরানের এভিন এলাকায় ইসরায়েলের হামলায় এভিন প্রিজন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তেহরানের উত্তর অংশে এই হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷ তবে ইরানের সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, এর ফলে বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো ক্ষতি হয়নি৷
ইরানের স্টেট টেলিভিশনে বলা হয়, বোমার আঘাতে জেলখানার গেট ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ইরানের রেভোলিউশনারি গার্ড জেলখানাটি পরিচালনা করে থাকে৷ খবরে বলা হয়, এই ‘কুখ্যাত কারাগারে' দ্বৈত নাগরিকত্বধারী এবং রাজনৈতিক বন্দিদের রাখা হয়৷
এদিকে সোমবার রাজধানীর এভিন অঞ্চলসহ ইরানের বেশ কয়েকটি জায়গায় হামলা করার কথা জানায় ইসরায়েল৷ জবাবে ইরানও ইসরায়েলের কিছু অঞ্চল লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে৷
কূটনৈতিক প্রচেষ্টায় আগ্রহী ট্রাম্প- হোয়াইট হাউস
ইসরায়েল-ইরানের চলমান পরিস্থিতি নিরসনে এখনো কূটনৈতিক আলোচনায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিনে লেভিট একথা জানান৷
খামেনেইর উত্তরসূরির সন্ধান
ইসরায়েল-ইরান যুদ্ধের চলমান পরিস্থিতিতে ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের উত্তরসূরী খুঁজছে ইরান৷
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, উত্তরসূরী খুঁজে পেতে নিয়োজিত তিন সদ্যস্যের ধর্মীয় নেতাদের এক কমিটি গত কয়েকদিন ধরে তাদের কার্যক্রম ত্বরান্বিত করেছে৷ দুই বছর আগে আয়াতোল্লাহ আলি খামেনেই নিজেই তার উত্তরসূরির খোঁজ করতে এই তিন সদস্যকে নিয়োগ দিয়েছিলেন৷
আরআর/এসিবি (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)