ইন্দোনেশিয়ায় ভেঙে পড়েছে স্কুল, বহু শিশুর মৃত্যু
সোমবার ইন্দোনেশিয়ার জাভা ভূমিকম্পে তছনছ হয়ে গেছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। একটি সরকারি স্কুল ভেঙে পড়ে প্রচুর বাচ্চা মারা গেছে।
ভেঙে পড়লো স্কুল
ভার গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, মৃতদের মধ্যে স্কুলের প্রচুর বাচ্চা আছে। বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তাদের ইসলামিক স্কুলে বাড়তি ক্লাস করার জন্য পাঠানো হয়। ভূমিকম্পে স্কুল বাড়ি ভেঙে পড়ে।
প্রচুর বাড়ি ভেঙেছে
কিয়ানজুর শহরে এক লাখ ৭৫ হাজার মানুষের বাস। এই শহর হলো পাহাড়ি এলাকায়। সেখানে প্রচুর মসজিদ ও ইসলামিক বোর্ডিং স্কুলও আছে। ভূমিকম্পের ফলে প্রচুর বাড়ি ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধ্বংসস্তূপের তলায়
এখনো ধ্বংসস্তূপের তলায় অন্ততপক্ষে ২৫ জন আটকে আছেন বলে কর্তৃপক্ষ মনে করছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
আশ্রয়শিবিরে মানুষ
ভূমিকম্পে দুই হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। কিয়ানজুর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিদ্যুৎ নেই
বিদ্যুৎ না থাকায় উদ্ধারকাজে খুবই অসুবিধা হচ্ছে। সোমবার একটি হাসপাতালে বিদ্যুৎ ছিল না।
ভয়ের পরিবেশ
ইন্দোনেশিয়ায় মানুষ রীতিমতো ভয় পেয়েছেন। জাকার্তা-সহ অনেক জায়গাতেই ভূমিকম্পের পর মানুষ রাস্তায় নেমে আসেন। তারা রীতিমতো আতঙ্কিত।