ইন্দোনেশিয়ার সরকারে সামরিক বাহিনীর কাজের সুযোগ বাড়লো
২০ মার্চ ২০২৫সংশোধনী আনার কারণে সামরিক কর্মকর্তারা এখন দুর্যোগ ব্যবস্থাপনা ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ মোট ১৪টি সরকারি সংস্থায় কাজ করতে পারবেন৷ আগে তারা ১০টি সংস্থায় কাজ করতে পারতেন৷ এর বাইরে কোনো বেসামরিক পদে যোগ দিতে হলে তাদের সামরিক বাহিনী থেকে অবসর নিতে হতো৷
আইনটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্যোগে পাস হয়েছে৷ তিনি সাবেক স্বৈরশাসক সুহার্তোর অধীনে সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন৷ সুহার্তোর নেতৃত্বে সামরিক বাহিনী ১৯৬৫ থেকে ১৯৬৬ সালের মধ্যে এক মিলিয়নেরও বেশি মানুষকে হত্যা করেছিল৷
প্রতিরক্ষামন্ত্রী সাফরি স্যামসুদ্দিন বলেছেন, ‘‘প্রচলিত এবং অপ্রচলিত সংঘাত মোকাবেলা করার জন্য সামরিক বাহিনীকে রূপান্তরিত হতে হবে, আমরা কখনোই ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হবো না৷''
তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই আইন ইন্দোনেশিয়াকে সুহার্তোর কঠোর শাসনের যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারে৷ আইনটি অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং দায়বদ্ধতার অভাব সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে তারা৷
সংসদের সামনে বিরোধী দল এবং শিক্ষার্থীরা এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ করেছে৷ পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷
নতুন আইন দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় সামরিক প্রভাব আরও সুদৃঢ় করবে বলে বিশ্লেষকরা মনে করছেন৷
নিকোলাস কাউন্টার (এএফপি, রয়টার্স)/এএনএস