ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী
১৮ জুলাই ২০২৩আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী কৌস্তুভ রায়কে। সোমবার ইডি দপ্তরে তাকে প্রথমে ডেকে পাঠানো হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে তাকে গ্রেপ্তারকরা হয়। ইডি জানিয়েছে, কৌস্তুভকে কিছু নথি জমা দিতে বলা হয়েছিল। সেগুলিতে অসংগতি থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কৌস্তুভ রায় কলকাতা টেলিভিশনের মালিক। এছাড়াও তার আরো কিছু ব্যবসা আছে। তিনি তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও তিনি সরাসরি তৃণমূলের সদস্য নন। তৃণমূলের সভা সমিতিতেও তিনি যোগ দেন না। কিন্তু তৃণমূলের একাধিক নেতার ঘনিষ্ঠ তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রীরও তিনি ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্র জানিয়েছে।
মাসকয়েক আগে তার বাড়িতে এবং অফিসে কয়েকদিন ধরে আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছিল। তবে সে সময় তাকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার সকালে কৌস্তুভকে ইডি ডেকে পাঠায়। সঙ্গে কিছু নথি নিয়ে যেতে বলা হয়। কৌস্তুভ আইনজীবী মারফত জানান, সকালে তিনি ইডি দপ্তরে যেতে পারবেন না, তবে বিকেলে যেতে পারেন। ইডি ফের একটি নোটিস পাঠায় তাকে। তাতে বিকেল চারটের সময় ইডি দপ্তরে যেতে বলা হয়।
ঠিক সময়েই ইডি দপ্তরে পৌঁছান এই ব্যবসায়ী। এরপর রাত একটা পর্যন্ত তাকে টানা জেরা করা হয় বলে ইডি সূত্র জানিয়েছে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।
তৃণমূল এখনো পর্যন্ত কৌস্তুভের গ্রেপ্তারি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তৃণমূলের এক নেতা জানিয়েছেন, বেঙ্গালুরুতে যখন বিরোধীদের বৈঠক হচ্ছে, তখনই তাকে গ্রেপ্তার করা হলো। তৃণমূলের উপর চাপ সৃষ্টি করার জন্যই বিজেপি একাজ করিয়েছে। বিজেপির তরফেও এখনো পর্যন্ত কৌস্তুভের গ্রেপ্তারি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এসজি/জিএইচ (পিটিআই)