ইটালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া গ্রুপ এখন ‘এনদ্রাঙ্গেতা’
একসময় ইটালির সিসিলির কোজা নোস্ত্রাকে সবচেয়ে শক্তিশালী মাফিয়া গোষ্ঠী মনে করা হত৷ এখন সেই জায়গা নিয়েছে এনদ্রাঙ্গেতা৷
যেখানে শুরু
ইটালির দক্ষিণাঞ্চলের কালাব্রিয়া এলাকায় এনদ্রাঙ্গেতার শুরু৷ দুটি প্রাচীন গ্রিক শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে, যার অর্থ সাহসী মানুষ৷
শুরুর কথা
১৯৭০-এর দশকে এনদ্রাঙ্গেতার অন্যতম মূল কাজ ছিল অপহরণ করে মুক্তিপণ আদায়৷ ১৯৭৩ সালে মার্কিন তেল ব্যবসায়ী ও একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জে পল গ্যাটির (ছবি) নাতি জন পল গ্যাটি তৃতীয়কে রোম থেকে অপহরণ করেছিল এনদ্রাঙ্গেতা৷ এরপর তাকে প্রায় পাঁচ মাস কালাব্রিয়ার পাহাড়ি এলাকায় রাখা হয়৷ গ্যাটির পরিবারের কাছে তিন মিলিয়ন ডলার দাবি করা হয়েছিল৷ এবং সেটি পেতে পরিবারকে চাপ দিতে গ্যাটির ডান কান কেটে ফেলা হয়েছিল৷
ইটালি ছাড়িয়ে
ইটালির ‘অ্যান্টি-মাফিয়া ইনভেস্টিগেটিভ ডাইরেক্টরেট’ ডিআইএর সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অপরাধ জগতের চরম প্রভাবশালী গ্রুপ হচ্ছে এনদ্রাঙ্গেতা৷ তাদের কার্যক্রম কালাব্রিয়ার বাইরেও ছড়িয়ে পড়েছে বলে ঐ প্রতিবেদনে বলা হয়৷ পশ্চিম ইউরোপের অনেক এলাকাসহ ক্যানাডা ও অস্ট্রেলিয়ায়ও এনদ্রাঙ্গেতার উপস্থিতি আছে বলে ধারণা করা হয়৷
সম্পদের পরিমাণ
২০০৮ সালে ইটালির একটি গবেষণা সংস্থা হিসেব করে দেখেছিল সেই সময় এনদ্রাঙ্গেতার বার্ষিক টার্নওভার ছিল প্রায় ৪৪ বিলিয়ন ইউরো, যা ইটালির সেই সময়কার জিডিপির প্রায় তিন শতাংশ৷ তবে অনেক বিশ্লেষক এই সংখ্যা নিয়ে সন্দেহ পোষণ করেন৷ তবে তাদের বেশিরভাগই একটি বিষয়ে একমত যে, এনদ্রাঙ্গেতা অনেক শক্তিশালী ও সম্পদশালী৷
আয়ের উৎস
লাতিন অ্যামেরিকা থেকে ইউরোপে কোকেনের অন্যতম বড় পাচারকারী হচ্ছে এনদ্রাঙ্গেতা৷ এছাড়া অবৈধ বর্জ্য পাচার এবং সমস্যাগ্রস্ত কোম্পানিকে ঋণ দিয়ে পরে ক্রমান্বয়ে তার দখল নেয়াও এনদ্রাংগ্যাতার আয়ের অন্যতম উৎস বলে জানিয়েছে ডিআইএ৷
অভিযান
ইউরোপের পুলিশ বুধবার ইটালির এনদ্রাঙ্গেতা সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েক ডজন ব্যক্তিকে আটক করেছে৷ এছাড়া কয়েক মিলিয়ন ইউরো জব্দ করা হয়৷