ইটালির লাম্পেদুসায় অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২৬
১৪ আগস্ট ২০২৫এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন৷
ইটালির কোস্টগার্ড এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চিত করেছে৷
ইউএনএইচসিআর-এর ইটালির মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানিয়েছেন, এ ঘটনায় ৬০ জন অভিবসানপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ তাদের উদ্ধারের পর লাম্পেদুসার আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে৷
ইটালির রেডক্রসের কর্মকর্তা ক্রিস্টিনা পালমা এক ভিডিও বার্তায় জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ৬০ জনের মধ্যে চার জন নারী রয়েছেন৷ তাদের সবাই শারীরিকভাবে সুস্থ আছেন৷ তবে, স্বাস্থ্যপরীক্ষার জন্য চারজনকে হাসপাতালে নেয়া হয়েছিল বলে জানান তিনি৷
ইউএনএইচসিআর-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এপি উল্লেখ করেছে, বেঁচে ফেরা অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, লিবিয়া থেকে ছেড়ে আসার সময় নৌকাটিতে ৯২ থেকে ৯৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷
নিখোঁজদের খোঁজে তল্লাশি
কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে ইটালির আইন-শৃঙ্খলার বাহিনীর একটি বিমান ডুবতে থাকা নৌকাটি শনাক্ত করে৷ এসময় তারা কিছু মরদেহ ভেসে থাকতেও দেখেছে৷ লাম্পেদুসা থেকে ১৪ মাইল দূরে এই দুর্ঘটনাটি ঘটে৷ বিমান থেকে বার্তা পাঠানো হলে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড৷
এই নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযানঅব্যাহত রেখেছে ইটালি কর্তৃপক্ষ৷ কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে৷
পালেরমো কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ সেকেন্ডারি সেন্টার (এমআরএসসি)-এর সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানটি চলছে৷
উদ্ধার অভিযানে মোট পাঁচটি নৌযান কাজ করছে৷ এর মধ্যে রয়েছে কোস্টগার্ডের দুটি টহল জাহাজ, গার্দিয়া দি ফিনাঞ্জার দুটি টহল নৌকা, ফ্রন্টেক্স-এর একটি জাহাজ৷ এছাড়া, আকাশ থেকেও খোঁজা হচ্ছে নিখোঁজ অভিবাসীদের৷ এজন্য মোতায়েন করা হয়েছে কোস্টগার্ডের একটি হেলিকপ্টার ও বিমান৷ এছাড়া, ফ্রন্টেক্স বিমানও আকাশে টহল দিচ্ছে৷
লিবিয়া থেকে শুরু যাত্রা
জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও দি গিয়াকোমো বলেছেন, বেঁচে ফেরা অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, লিবিয়া থেকে দুটি নৌকায় করে ৯৫ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রা করেন৷ কিছু দূর এগোনোর পর নৌকা দুটির একটিতে পানি ঢুকতে শুরু করে৷ তখন সব যাত্রীকে একটি নৌকায় স্থানান্তর করা হয়৷
ডুবে যাওয়া নৌকাটি ছিল ফাইবারগ্লাস দিয়ে তৈরি৷ ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবে থাকতে পারে৷ নৌকাটি ডুবতে শুরু করলে, অভিবাসনপ্রত্যাশীরা সমুদ্রে পড়ে যান৷ তারা কতক্ষণ ধরে সমুদ্রে ভেসেছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷
এদিকে, লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মান্নিনো বলেছেন, নৌকাডুবির ঘটনাটি ‘‘সম্ভবত ভোরবেলা'' ঘটেছে৷
ভূমধ্যসাগরে এক দশকে মৃত্যু ২৪ হাজার ৫০০
ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন৷ উল্লেখ্য, এই পরিসংখ্যানে সবশেষ নৌকাডুবির ঘটনাটি যোগ করা হয়নি৷
ইউএনএইচসিআর-এর ইটালির মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো ‘এক্স' প্ল্যাটফর্মে জানিয়েছেন, ‘‘লাম্পেদুসার উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় গভীর শোক জানাচ্ছি৷ বেঁচে ফেরাদের সহায়তা করছে ইউএনএইচসিআর৷''
ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান বলছেন, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৩০ হাজার ৬০ জন শরণার্থী এবং আশ্রয়প্রার্থী সমুদ্রপথে ইটালিতে পৌঁছেছেন৷ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি৷
আইওএম বলছে, উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ ইউরোপ পর্যন্ত বিস্তৃত সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটটি সবচেয়ে বিপজ্জনক৷ গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২৪ হাজার পাঁচশ মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন৷
পরিসংখ্যান বলছে, টিউনিশিয়া এবং লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা ছোট নৌকাগুলো সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়৷ লাম্পেদুসা উপকূলে সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনাটি ঘটে ২০১৩ সালের ৩ অক্টোবর৷ ওইদিন ইরিত্রিয়া, সোমালিয়া এবং ঘানার পাঁচ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে আসা একটি নৌকায় আগুন ধরে যায়৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় ডুবে যায় নৌকাটি৷ ওই ঘটনায় কমপক্ষে ৩৬৮ জন নিহত হয়৷ এই দুর্ঘটনার পর অভিবাসন সংকট মোকাবিলায় আন্তর্জাতিকভাবে পদক্ষেপ গ্রহণের জোর দাবি উঠে৷
ইটালির প্রতিক্রিয়া
অনিয়মিত পথে যাত্রা ঠেকানো এবং অভিবাসনপ্রবাহ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ‘‘অসাধু পাচারকারীদের'' বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইটালির ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি৷
অনিয়মিতি অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকারে রাখা মেলোনি বুধবার এক বিবৃতিতে আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের সমুদ্র যাত্রা বন্ধ করা এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন৷
এমন দুর্ঘটনা নিয়ন্ত্রণে ইটালির মিত্রদের আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তিনি৷
স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ‘এক্স' প্ল্যাটফর্মে লিখেছেন, বুধবারের ট্র্যাজেডি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং অভিবাসী পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে৷
টিএম/এপিবি (এপি, এএফপি, রয়টার্স)
প্রথম প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ ইনফোমাইগ্রেন্টস
অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷