ইটালিতে হয়ে গেল ‘কমলার যুদ্ধ’
ইটালির উত্তরাঞ্চলীয় ইভরেয়া শহরে বার্ষিক কার্নিভালের অংশ হিসেবে রোববার ‘কমলার যুদ্ধ’ অনুষ্ঠিত হয়েছে৷ করানোর কারণে গত তিনবছর এই আয়োজন বন্ধ ছিল৷
কার্নিভালের অংশ
ইটালির উত্তরাঞ্চলীয় ইভরেয়া শহরে তিনদিনব্যাপী এ বার্ষিক কার্নিভালের অংশ হিসেবে রোববার ‘কমলার যুদ্ধ’ অনুষ্ঠিত হয়েছে৷ করানোর কারণে গত তিনবছর এই লড়াইয়ের আয়োজন করা যায়নি৷
কবে শুরু?
মধ্যযুগ থেকে এই লড়াই অনুষ্ঠিত হয়ে আসছে৷ অংশগ্রহণকারীরা নানা রংয়ের মধ্যযুগীয় পোশাক পরে একে অপরের দিকে কমলা ছুড়ে মারেন৷
কিংবদন্তি
কথিত আছে, দ্বাদশ শতকে মিলশ্রমিকের মেয়ে ভিওলেত্তাকে তখনকার নিয়ম অনুযায়ী তার বাসর রাতটা শহরের দুষ্টু লর্ডের সঙ্গে কাটানোর কথা ছিল৷ কিন্তু নিজেকে রক্ষা করতে ভিওলেত্তা ঐ লর্ডের মাথা কেটে ফেলেন এবং ইভরেয়া শহরকে তার অত্যাচার থেকে রক্ষা করেন৷
কেন কমলা?
‘কমলার যুদ্ধ’-এ দুটি দল থাকে৷ একদল লর্ড তথা অভিজাত বংশের প্রতিনিধিত্ব করে৷ আর অন্যদল সেই সময়কার সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে৷ এখানে কমলাটা ঐ দুষ্ট লর্ডের মাথার প্রতীক হিসেবে কাজ করে৷
মিষ্টি গল্প
১৯৩০-এর দশকে স্থানীয় মেয়েরা ছেলেদের আকর্ষণ করতে বারান্দা থেকে কার্নিভাল প্যারেডে অংশ নেয়া বিভিন্ন যানের দিকে কমলার পাশাপাশি ফুল ও মিষ্টি ছুঁড়ে মারা শুরু করেছিলেন৷ এরপর থেকে রাস্তায় থাকা মানুষেরাও বারান্দা লক্ষ্য করে কমলা ছোঁড়া শুরু করলে বিষয়টি একটি লড়াইয়ে পরিণত হয়৷
কার্নিভালের মূল আকর্ষণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা বা মুক্তি এবং ইভরেয়া কার্নিভালের প্রতীক হয়ে ওঠে ‘কমলার যুদ্ধ’৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)