ইউরোপের সবচেয়ে সুন্দর ১০ রাস্তা
ঘুরতে গিয়ে বিশ্ব চেনার অনেক উপায় আছে৷ এর একটি হতে পারে রোড ট্রিপ৷ ছবিঘরে ইউরোপের সবচেয়ে সুন্দর দশটি রাস্তার কথা থাকছে৷
আমালফি ড্রাইভ, ইটালি
দক্ষিণ ইটালির পোজিটানো ও ভিয়েত্রি সুল মারের মধ্যকার ৪০ কিলোমিটার রাস্তায় চলাচল বেশ রোমাঞ্চকর৷ কারণ সেখানকার অনেক জায়গায় রাস্তা এত সরু যে দুটি গাড়ি একে অপরকে ক্রস করার সময় এক চুল পরিমাণ জায়গা খালি থাকে৷ রাস্তাটি আমালফি ড্রাইভ নামেও পরিচিত৷
নিস থেকে মাঁতো, ফ্রান্স
৩০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় চলাও বেশ চ্যালেঞ্জের৷ তবে ঐ রাস্তায় চলার সময় মাঝেমধ্যেই ভূমধ্যসাগরের নীল জলরাশি উঁকি দেয়৷
অ্যাড্রিয়াটিক হাইওয়ে
এক হাজার কিলোমিটার দীর্ঘ এই রাস্তাকে ইউরোপের উপকূলীয় রাস্তার রানি বলা হয়৷ ইটালির ত্রিয়েস্টি থেকে শুরু হয়ে রাস্তাটি স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও মন্টেনেগ্রো পর্যন্ত চলে গেছে৷ রাস্তায় চলার প্রায় পুরোটা সময় সাগর দেখা যায়৷
গটহার্ট মাউন্টেন পাস, সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাল্পাইন রোড এটি৷ ২৬ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি আন্ডেয়ারমাট ও আইরলোকে যুক্ত করেছে৷ চলতে গিয়ে একসময় ২.১ কিলোমিটার উঁচুতে উঠে যাওয়া হয়৷ শীতের সময় বরফের কারণে রাস্তাটি বন্ধ হয়ে যায়৷ তখন গটহার্ট টানেল ব্যবহার করতে হয়৷
ট্রলসটিগেন, নরওয়ে
নরওয়ের অন্যতম পর্যটকপ্রিয় রাস্তা এটি৷ ওন্ডালসনিস বন্দরের ২০ কিলোমিটার দক্ষিণে রাস্তাটির অবস্থান৷ এটি মাত্র কয়েক মিটার চওড়া এবং মাঝেমধ্যে এটি এক লেনের হয়ে যায়৷ শুধুমাত্র মে থেকে অক্টোবর পর্যন্ত রাস্তাটি চালু থাকে৷
রিংকভেরস, আইসল্যান্ড
১,৩৩২ কিলোমিটার রিং রোডটি পুরো আইসল্যান্ড জুড়ে রয়েছে৷ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে সেখানে গাড়ি চালানো যায়৷ রাস্তার ধারে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও হিমবাহ, উষ্ণ প্রস্রবণ, জলপ্রপাত, আগ্নেয়গিরির দেখা পাওয়া যায়৷
নর্থ কোস্ট ৫০০, স্কটল্যান্ড
স্কটল্যান্ডের উত্তরের ইনভারনেস শহর থেকে শুরু হয়ে ৮০০ কিলোমিটার বিস্তৃত ‘নর্থ কোস্ট ৫০০’ রাস্তা আবার ইনভারনেসেই শেষ হয়েছে৷ চলতি পথে স্কটল্যান্ডের সবচেয়ে সুন্দর কয়েকটি শহর ও গ্রামের দেখা পাওয়া যায়৷
চেলটেনেম থেকে স্ট্র্যাটফোর্ড, ইংল্যান্ড
ইংল্যান্ডের চেলটেনেম থেকে বি ৪৬৩২ রাস্তা ধরে সেক্সপিয়ারের বাড়ি স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভনে পৌঁছে যাওয়া যায়৷ পথে সবুজ পাহাড় ছাড়াও চোখে পড়বে দারুন সব বাড়ি, দুর্গ, বাগান আর অসাধারণ সব সুন্দর গ্রাম৷
সান পেদ্রো থেকে রন্ডা, স্পেন
এ৩৯৭ নামের রাস্তাটি প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ৷ স্পেনের সিয়েরা ডে লাস নিয়েভেস পর্বতমালার মধ্যে উঁচু-নীচু হয়ে রাস্তাটি সান পেদ্রো থেকে সাদা বাড়ির জন্য বিখ্যাত শহর রন্ডা পর্যন্ত চলে গেছে৷
রাইন রোম্যান্টিক রোড, জার্মানি
কোলন থেকে মাইনৎস পর্যন্ত রাইন নদীর ধার ঘেঁষে চলে যাওয়া প্রায় ১৮০ কিলোমিটার রাস্তার পাশে দুর্গ আর ওয়াইনের ক্ষেত দেখতে পাওয়া যায়৷
আনে টেয়ারমেসে/জেডএইচ