ইউরোপে বিয়ে করার হটস্পট ডেনমার্ক
২১ আগস্ট ২০২৫জার্মানির বন শহরে বাস করা জার্মান-উগান্ডান দম্পতি ইউডিথ ও ইভান সম্প্রতি সেখানে বিয়ে করেছেন৷
তারা ডেনমার্কের ছোট্ট শহর রিবেতে বিয়ে করেন৷
২০২৩ সালে উগান্ডায় দেখা হওয়ার পর প্রেমে পড়েছিলেন ইউডিথ এবং ইভান৷ গতবছর থেকে তারা জার্মানির বন শহরে বাস করছেন৷ কিন্তু বিয়ে করতে তাদের ডেনমার্ক যেতে হলো কেন?
ইউডিথ জানান, ‘‘কিছু বিধিনিষেধের কারণে কর্তৃপক্ষ এ বছর ইভানের ভিসার মেয়াদ বাড়াতে পারছিল না৷ তখন আমরা একসঙ্গে থাকার একটা উপায় বের করার চেষ্টা করি৷''
ইভান জানান, ‘‘জার্মানিতে বিয়ে করলে আমার নথিপত্র অনুমোদিত হতে আরো এক বছর অপেক্ষা করতে হতো৷ এছাড়া নথিপত্র অনুমোদনের জন্য প্রায় এক হাজার ইউরো দিতে হতো৷ তখন আমরা ভাবলাম, নিশ্চয় অন্য কোনো উপায় আছে৷ আমি যদি জার্মানির আমলাতন্ত্র অনুসরণ করি তাহলে বিয়ে করতে আমাদের আরও এক বছর সময় লাগবে৷ তাই আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হয়েছিল, এবং ডেনমার্কই ছিল সেই উপায়৷''
তারা পরিকল্পনা করতে শুরু করেছিলেন: একটি তারিখ ঠিক করে তারা প্রস্তুতি শুরু করেছিলেন৷ সবকিছু বেশ দ্রুত গুছিয়ে নিয়েছিলেন তারা, কাগজপত্রও৷
ইউডিথ জানান, ‘‘ডেনমার্কে প্রক্রিয়াটি আসলে খুব সহজ৷ আপনি অনলাইনে আবেদন করতে পারেন৷ পাঁচ দিনের মধ্যে তারা আপনাকে উত্তর জানাবে৷ আপনাকে শুধু পাসপোর্ট এবং সম্পর্কের প্রমাণপত্র দিতে হবে, যা আমাদের জন্য খুব সহজ ছিল৷ পাঁচ দিনের মধ্যে বিয়ের সবকিছু সম্পর্কে নিশ্চিত হতে পেরেছিলাম, আর তিন সপ্তাহের মধ্যে বিয়ের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম৷ সবকিছু খুব সহজ ছিল৷''
কিন্তু ডেনমার্কে করা বিয়ে কি জার্মানিতে আইনত স্বীকৃত?
বন শহরের রেজিস্ট্রি অফিসের মার্টিনা জুর বলেন, ‘‘স্থানীয় আইন মেনে বিদেশে সম্পাদিত বিয়ের স্বীকৃতি দেয় জার্মান আইন৷ এর জন্য আলাদা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না৷ এর মানে হলো বিদেশি রেজিস্ট্রি অফিসের সার্টিফিকেট, এই ক্ষেত্রে ডেনিশ রেজিস্ট্রি অফিস, তাৎক্ষণিকভাবে প্রমাণ দিচ্ছে যে, তারা বিবাহিত৷''
জিলিয়া ফ্র্যোলিশ/জেডএইচ