ইউরোপীয় ইউনিয়নে সৌরশক্তির ব্যবহার বাড়ছে
২৫ জানুয়ারি ২০২৫গত ২৩ জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুতের প্রাথমিক জ্বালানি হিসাবে সৌরশক্তি কয়লাকে ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে ইইউতে সৌরশক্তি ব্যবহার (১১%) বাড়ছে। সৌর ও বায়ুশক্তি থেকে এ মুহূর্তে মোট বিদ্যুতের চাহিদার ৪৭% উৎপাদন করা হচ্ছে, যা ২০১৯ সালে ছিল ৩৪%।
এ সময়ে জীবাশ্ম জ্বালানির উপরেও নির্ভরতা কমেছে ব্যাপকভাবে। সামগ্রিকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমেছে প্রায় ২৯%। কয়লা ব্যবহার হয়েছে মাত্র ১০%। এমবারের জ্বালানি বিশেষজ্ঞ ক্রিস রসলো বলেছেন, "জীবাশ্ম জ্বালানি ইউরোপীয় ইউনিয়নের শক্তির উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে।”
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি খরচের উপর বেশ প্রভাব ফেলেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর গ্যাসের দাম বৃদ্ধি ইউরোপকে বিকল্প শক্তি খুঁজতে বাধ্য করেছিল। ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন ২১ জানুয়ারি বলেন, "ইউরোপ প্রকৃতিকে রক্ষা করতে ও বৈশ্বিক উষ্ণায়ন বন্ধ করতে চায় এমন সব দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে।”
প্রতিবেদনটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। ট্রাম্প তার ভাষণে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের ‘বৃহত্তম' তেল ও গ্যাসের মজুদ রয়েছে এবং সেগুলো তারা ব্যবহার করতে চায়। যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ।
এসএইচ/জেডএ (এপি, এএফপি, ডিপিএ)