ইউরোপ কি শুকিয়ে যাচ্ছে?
ইউরোপে এখনও বসন্ত আসেনি৷ এর মধ্যেই ইউরোপের কিছু অংশ বিশেষ করে দক্ষিণে খরা দেখা দিয়েছে৷ এই শীতে বৃষ্টি ও তুষারপাত পর্যাপ্ত না হওয়ায় নদী ও লেকে পানির পরিমাণ কমে যাচ্ছে৷
নীলের বদলে বাদামি
ফ্রান্সের পশ্চিমাঞ্চলের মুজঁ-সু-লুয়ায় দেশটির দীর্ঘতম নদী লুয়ার বর্তমান ছবি দেখতে পাচ্ছেন৷ পানি না থাকায় নদীর তলদেশের বাদামি রং দেখা যাচ্ছে৷ এক মাসের বেশি সময় ধরে ফ্রান্সে কোনো বৃষ্টি হয়নি৷ ১৯৫৯ সালের পর এবারের শীতে সবচেয়ে বেশি সময় ধরে কোনো বৃষ্টি হচ্ছে না৷
আবার জ্বালানি সংকট?
ফ্রেঞ্চ আল্পসের লাক দু শাম্বো জলাধারে পানির স্তর অনেক নীচে নেমে গেছে৷ ফ্রান্সের জ্বালানির ১৫ শতাংশ আসে পানিবিদ্যুৎ থেকে৷ গত গ্রীষ্মে পরমাণু বিদ্যুৎকেন্দ্র শীতল করার মতো পানি নদীতে না থাকায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছিল৷ এবার কী হবে?
গ্যারনে নদীর বর্তমান রূপ
ফ্রান্সের তুলুজে গ্যারনে নদীর বর্তমান রূপ দেখতে পাচ্ছেন৷ এখনই ফ্রান্সের বিভিন্ন এলাকায় ট্যাপে পানি আসছে না৷ তাই সেসব অঞ্চলে সুইমিং পুলে পানি ভরা ও গাড়ি ধোয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার৷ এ মাসে জাতীয় পানি রক্ষা পরিকল্পনা ঘোষণা করা হতে পারে৷
ইটালিতে শস্য উৎপাদন সমস্যায় পড়ার আশঙ্কা
ইটালির ভেনিসের এই ছবিটি ফেব্রুয়ারি মাসের৷ এখন অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে৷ গতবছর খরার কারণে ইটালির উত্তরাঞ্চলে শস্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ এবছর এমন হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷
পর্যাপ্ত পানি নেই - তাই পর্যটকও নেই?
উত্তর ইটালি খরার ভুগছে৷ লেক ম্যাজোরেতে মাত্র ৩৮ শতাংশ পানি আছে৷ এবারের শীতে ইটালিয়ান আল্পসে তুষারপাতের পরিমাণ গড়ের মাত্র অর্ধেক ছিল৷ গত গ্রীষ্মে ইটালিতে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি খরা দেখা দিয়েছিল৷ খরার কারণে পর্যটনখাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে৷
৩০ বছরের মধ্যে পানির স্তর সবচেয়ে নীচে
ফেব্রুয়ারির শেষের দিকে ইটালির গার্ডা লেকের ছবি৷ পানি এতই কম যে মানুষে পা না ভিজিয়ে পাশের সান বিয়াজ্জো দ্বীপে যেতে পারছে৷ শীতে বৃষ্টি ও তুষারপাত কম হওয়ায় ইটালির বড় লেকগুলোতে পানির স্তর ৩০ বছরের মধ্যে সবচেয়ে নীচে নেমে গেছে৷ ফ্রান্সের মতো ইটালিও পানি সংকট মোকাবিলায় বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে৷
জার্মানিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব
জার্মানির রাইনলান্ড-পালাটিনেট রাজ্যের ওবারভেজেল এলাকায় রাইন নদীর ছবি৷ গত শীতটা জার্মানিতে টানা ১২ বছরের মতো খুব বেশি শুষ্ক ছিল৷ জার্মানির আবহাওয়া অফিসের উভে কির্শে বলছেন, ‘‘জলবায়ু পরিবর্তন থেমে নেই৷’’
গ্রীষ্ম নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা
ফ্রান্সের কোরসিকা দ্বীপের লাক ডে তুলার ২৪ ফেব্রুয়ারির ছবি৷ ইউরোপের যেসব দেশে সাধারণত অনেক বৃষ্টি হয় এবারের শীতে সেসব দেশেও খরা হয়েছে৷ ব্রিটেনে গত ফেব্রুয়ারি মাসটা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি শুষ্ক ছিল৷ এবার গ্রীষ্মে অবস্থা কেমন হবে তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা৷