ইউরো ব্যাংকনোটের ছবির ব্রিজ যেখানে দেখা যায়
১১ ফেব্রুয়ারি ২০২১সেই ব্রিজগুলোকে পরবর্তীতে বাস্তবে নিয়ে আসেন ডাচ ডিজাইনার ৷ নেদারল্যান্ডসের রটারডাম শহরের স্পাইকেনিসের ডেএলেমেন্টে আবাসিক এলাকার খালের উপর ছয়টি সেতু নির্মাণ করা হয়েছে৷
রেস্টুরেন্টে বিলের জন্য অপেক্ষা করতে গিয়ে তার মাথায় এই আইডিয়া এসেছিল৷ বিভিন্ন ইউরো নোটে থাকা ব্রিজের ছবি দেখে সেগুলো সম্পর্কে খবর নিয়ে তিনি জানতে পারেন যে, আসলে এগুলোর কোনো অস্তিত্ব নেই৷ কারণ ১৯৯৬ সালে ইউরো নোটের নকশা তৈরির এক প্রতিযোগিতার মাধ্যমে এগুলো এসেছিল৷
অস্ট্রিয়ার ডিজাইনার রবার্ট কালিনা এতে বিজয়ী হয়েছিলেন৷
কোনো এক নির্দিষ্ট দেশের প্রতি যেন পক্ষপাতিত্ব করা না হয়, তাই কাল্পনিক মোটিফ দিয়ে নোটের নকশা করা হয়৷
ইইউর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগের প্রতীক হিসেবে ব্রিজগুলো দেখানো হয়েছে৷
রবিন স্ট্যাম বলেন, ‘‘আমার মনে হয়েছিল, ব্রিজগুলো যদি হঠাৎ করে বাস্তব হয়ে ওঠে তাহলে দারুন মজার হবে৷’’
তাই ২০১০ সালে স্পাইকেনিসের শহর প্রশাসনকে তিনি এমন ব্রিজ তৈরির প্রস্তাব দিয়েছিলেন৷
আবাসিক এলাকার চারপাশে খাল থাকায় ব্রিজগুলো দরকারও ছিল৷
রবিন স্ট্যাম বলেন, ‘‘শহর প্রশাসন আমার প্রস্তাব খুব পছন্দ করে৷ তারা আমাকে প্রেজেন্টেশন দিতে বলেছিল৷ আমি দিয়েছিলাম, সবাই মজা পেয়েছিল৷ বলেছিল, ঠিক আছে, কিন্তু তার আগে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে৷’’
জার্মানির ফ্রাংকফুর্টে থাকা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও প্রস্তাবটি পছন্দ করে৷
রবিন স্ট্যাম বলেন, ‘‘আমি তাদের চিঠি লিখেছিলাম, ফোনও করেছিলাম৷ অবাক হয়ে দেখলাম একদিন তারা আমার চিঠির উত্তর দিয়ে জানাল, তাদেরও আইডিয়াটা পছন্দ হয়েছে এবং এটা দিয়ে পেমেন্ট করা না গেলে, তাদের সমস্যা নেই৷’’
রবিন স্ট্যামসহ স্থপতি ও প্রকৌশলীদের এক দল ২০১৩ সালের মধ্যে ব্রিজগুলো তৈরি করে৷
ব্যাংকনোটগুলোতে সাতটি কাল্পনিক ব্রিজ থাকলেও স্পাইকেনিসেতে ছয়টি ব্রিজ বানানো হয়েছে৷
কার্স্টিন শুমান/জেডএইচ