ইউক্রেনে আবারও রাশিয়ার ‘ডাবল-ট্যাপ’ হামলা, নিহত ৯
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক শহরে সোমবার সন্ধ্যায় দুটি ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন নিহত হয়েছেন৷ রাশিয়া বলছে, তারা একটি কমান্ড পোস্টে হামলা করেছে৷ তবে কিয়েভ বলছে, হামলায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করা হয়েছে৷
দুটি ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে সোমবার সন্ধ্যায় ৪০ মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে৷ এতে নয়জন প্রাণ হারান বলে মঙ্গলবার জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷ আহত হয়েছেন ৮২ জন৷
দুরকম দাবি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, তারা ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্টে হামলা করেছে৷ তবে কিয়েভ বলছে, হামলায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করা হয়েছে৷
ক্ষতিগ্রস্ত অবকাঠামো
পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরভস্কে যুদ্ধের আগে ৬০ হাজার মানুষ বাস করতেন৷ দনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, হামলায় কয়েকটি আবাসিক ভবন, একটি হোটেল, ক্যাফে, দোকান ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷
‘ডাবল-ট্যাপ’ হামলা
একটি হামলা করার কিছুক্ষণ পর আরেকটি হামলা চালানোকে ‘ডাবল-ট্যাপ’ হামলা বলে৷ এক্ষেত্রে হতাহতের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা থাকে৷ কারণ প্রথম হামলার পর ঊদ্ধারকাজ শুরু হয়৷ সেই সময় আরেকটি হামলা হলে ঊদ্ধারকর্মীদের হতাহত হওয়ার আশঙ্কা থাকে৷
প্রাণ হারাচ্ছেন জরুরি সেবা কর্মীরা
ইউক্রেনের জরুরি সেবা বিভাগের মুখপাত্র জানান, রাশিয়ার ‘ডাবল-ট্যাপ’ হামলার কারণে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত জরুরি সেবা বিভাগের ৭৮ কর্মী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২৮০ জন৷ সোমবারের হামলায় নিহতদের মধ্যে জরুরি সেবার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেঙ্কো জানিয়েছেন৷