ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট সাসোলি মারা গেছেন
১১ জানুয়ারি ২০২২ডেভিড সাসোলি ইমিউন সিস্টেমের জটিলতায় ভুগছিলেন৷ তিনি ডিসেম্বরের ২৬ তারিখে হাসাপাতালে যান, সোমবার রাতে তিনি মারা যান৷ এর আগেও গত সেপ্টেম্বর মাসে ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ছিলেন বেশ কিছুদিন পার্লামেন্টের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেননি৷ আগেও তার লিউকেমিয়া হয়েছিল৷
২০১৯ সালের ইউরোপীয় নির্বাচনের পর থেকে সোশ্যাল ডেমোক্র্যাট পার্লামেন্টের সভাপতি ছিলেন ৷
ইইউ রাষ্ট্র ও সরকারের প্রধানদের সম্মতি অনুসারে তার কার্যকালের অর্ধেক মেয়াদ এই মাসে অর্ধেক শেষ হয় ৷ পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা সাসোলি আগেই জানিয়েছিলেন ৷
সাসোলীর মৃত্যুতে ইটালি এবং ইউরোপের রাজনীতিকেরা শোক প্রকাশ করেছেন ৷
সাসোলির জন্ম ১৯৫৭ সালের ৩০ মে ফ্লোরেন্সের টসকানায় ৷ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষে সাংবাদিক হিসেবে সংবাদপত্র এবং বিভিন্ন সংবাদ সংস্থা এবং পরে ইটালির রেডিওতে কাজ করেন ৷ তিনি রাই ইউনোতে সন্ধ্যার সংবাদ উপস্থাপন করে ইটালিয়ানদের কাছে জনপ্রিয় নিউজ প্রেজেন্টার হয়ে উঠেন ৷ ২০০৭ সালে তিনি ইটালির সংবাদ অনুষ্ঠানের উপ-পরিচালক হন ৷
২০০৯ সালে তিনি ইইউ পার্লামেন্টে সামাজিক গণতন্ত্রি দলে যোগ দেন এবং ২০১৪ সাল থেকে ইইউ সংসদের ১৪ জন ভাইস-প্রেসিডেন্টের মধ্যে একজন ছিলেন ৷ সাসোলি অনেক সদস্য রাষ্ট্রের অভিবাসন নীতির সমালোচক ছিলেন ৷ তিনি অন্যান্য কাজের পাশাপাশি লেখালেখিও করতেন ৷
তিনি বাববার অভিবাসীদের উদ্বেগের কথা তুলে ধরেছেন ৷ মহামারি সঙ্কটে তার আড়াই বছরের কার্যকালে তিনি তার সাংগঠনিক দক্ষতা দেখিয়ে সংসদে সম্মান অর্জন করেন ৷
তিনি স্ট্রাসবুর্গ এবং ব্রাসেলস সংসদ এলাকায় অসহায় পরিবারের জন্য খাবার এবং একটি কোভিড টেস্ট সেন্টার স্থাপনের ব্যবস্থা করেন ৷ সাসোলি ডেভিড দুই সন্তান রেখে গেছেন ৷
এনএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)