আশ্রয়প্রার্থীর পারিবারিক পুনর্মিলন স্থগিত করেছে অস্ট্রিয়া
১২ মার্চ ২০২৫নিরাপত্তা সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের জরুরি বিধানের আওতায় তিন-দলীয় জোট সরকার এ ঘোষণা করেছে৷ তারা জানিয়েছে, অস্ট্রিয়ায় আশ্রয়প্রাপ্তদের পরিবারের সদস্যদের জন্য পারিবারিক পুনর্মিলনের অধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে৷
দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকারের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি পিপল'স পার্টি ওভিপি বলছে, অস্ট্রিয়া ও এর সিস্টেমে লোক ধারণক্ষমতা সীমিত৷ অনেক অভিবাসনপ্রত্যাশীর আগমনের ফলে এই সিস্টেমের সক্ষমতা এরই মধ্যে সীমা অতিক্রম করেছে৷
সমালোচকরা এই স্থগিতাদেশকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রিয়ার প্রধান শৌরা হাশেমি বলেন, ‘‘যখন কোনো সরকার তার মেয়াদ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন দিয়ে শুরু করে, তখন তা ভালো লক্ষণ নয়৷''
স্টোকার এই মাসের শুরুতে দায়িত্ব গ্রহণ করেন৷ তার আগে অস্ট্রিয়ার যুদ্ধ-পরবর্তী ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকার গঠনের আলোচনা হয়৷ এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চরম ডানপন্থি ফ্রিডম পার্টি এফপিও প্রায় ২৯% ভোট পেয়ে জয়ী হয়েছিল৷ তবে তারা জোট গঠন করতে ব্যর্থ হয়৷ ফলে মধ্যডানপন্থী ওভিপি, মধ্যবামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট এসপিও এবং উদারপন্থী নেওস দল জোট সরকার গঠন করে৷
গত মাসে এক সন্দেহভাজন সিরীয় আশ্রয়প্রার্থীর ছুরি হামলার ঘটনা ঘটান৷ এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়৷ এরপর অস্ট্রিয়ায় অভিবাসন বিষয়ে উদ্বেগ আরো বেড়েছে৷
সরকার জানিয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ১৮ হাজার মানুষ পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে অস্ট্রিয়ায় এসেছেন৷ এর মধ্যে ১৩ হাজার জনই স্কুলপড়ুয়া শিশু বা অপ্রাপ্তবয়স্ক৷
জেডএ/এসিবি (রয়টার্স)