আল্পসের স্কিয়িং রিসোর্টগুলোতে তুষারপাত কমার প্রভাব
২৭ মে ২০২৫জার্মানির জনপ্রিয় স্কি রিসর্ট বালডারশোয়াংয়ে একসময় তুষারপাত প্রায় নিশ্চিত ছিল৷ কিন্তু এখন আর সেখানে আগের মতো তুষারপাত হয় না৷
আল্পস পর্বতমালায় তুষারপাতের পরিমাণ কমতে থাকায় সেখানে আর কতদিন স্কিয়িং এর জন্য যাওয়া সম্ভব হবে?
বালডারশোয়াং এর মেয়র কনরাড কিনলে বলেন, ‘‘জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাটানো ঠাণ্ডা দিনগুলোর কথা আমাদের খুব মনে পড়ে৷ ঐ সময় এখানে অনেকবেশি তুষারপাত হতো৷''
ওবারআলগয় এলাকার এই পাহাড়ি গ্রামটি এক হাজার ৪৪ মিটার উঁচুতে অবস্থিত৷ প্রচুর তুষারপাতের কারণে অঞ্চলটি ‘বাভেরিয়ান সাইবেরিয়া' নামে পরিচিত৷
এখন পর্যন্ত অনেক উঁচু আলপাইন স্কি রিসোর্টের চেয়ে বালডারশোয়াং-এ বেশি তুষারপাত হচ্ছে৷
শীতকাল তার সমস্ত জাঁকজমক নিয়ে এই অঞ্চলে এসে বসে, কিন্তু বালডারশোয়াং-এও আপনি পরিস্থিতি বদলে যাওয়ার বিষয়টি স্পষ্টভাবে অনুভব করতে পারেন৷
কিনলে জানান, ২০ বছর আগেও স্কি এলাকায় ১৫০ দিন কাজ করা যেত, এখন যায় ১০০ দিন৷
আল্পসের অন্যান্য এলাকার মতো এখনও এখানে কোনো স্কি স্লোপ বা ঢাল বন্ধ করতে হয়নি৷ তবে দক্ষিণের ঢালের অবস্থা ভালো নয়৷
বালডারশোয়াং তার ৮০ শতাংশ ঢালে কৃত্রিম তুষার ব্যবহারের জন্য প্রস্তুত৷
ইটালির সাউথ টিরল এর বলসানো৷ ইউরাক গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আল্পস পর্বতমালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করছেন৷
বিশেষ করে ১৯৮০-র দশক থেকে আল্পসের সব এলাকায় তুষারপাত ব্যাপকভাবে হ্রাস পেয়েছে৷
পরিবেশগত আবহাওয়াবিদ মিকেলে বজোলি বলেন, ‘‘৮০-র দশক পর্যন্ত তাজা তুষার, মৌসুমী তাজা তুষারের সামগ্রিক গড় প্রায় একই ছিল৷ এরপর তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় তুষারপাত কমতে শুরু করে৷''
বলসানোর কাছে পাহাড়ে একটি পরিমাপ কেন্দ্র স্থাপন করা আছে৷ মিকেলে বজোলি এবং গবেষকদের একটি দল ১৯২০ থেকে ২০২০ সালের মধ্যে আল্পস পর্বতমালায় তুষারপাতের পরিমাণ বিশ্লেষণ করে দেখেছেন৷ আর্কাইভে থাকা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করেছেন তারা৷ সেইসঙ্গে বৃহত্তর আল্পস এলাকায় বসানো ৪৬টি পরিমাপ কেন্দ্রের তথ্যও বিশ্লেষণ করেছেন৷
বজোলি বলেন, ‘‘গত ১০০ বছরে তুষারপাতের পরিমাণ ৩০ শতাংশের বেশি কমেছে৷ এর অর্থ হলো ভবিষ্যতে প্রাকৃতিক তুষার কম থাকবে৷ তাই এক থেকে দেড় হাজার মিটারের নীচে অবস্থিত স্কি অঞ্চলগুলিতে কম তুষারপাত হবে৷''
একটা বিষয় নিশ্চিত: তুষারপাত কমলে শীতকালীন পর্যটনে বড় পরিবর্তন আসবে৷
কিনলে বলেন, ‘‘আমরা অনেক ক্ষেত্রে পরিবর্তন এনেছি৷ যেমন এখন স্কিয়িংয়ের পাশাপাশি পর্যটকদের শীতকালীন অন্যান্য অভিজ্ঞতা দেওয়াকে অগ্রাধিকার দেয়া হচ্ছে৷ সেজন্য আমরা শীতকালীন হাইকিং ট্রেইলের পরিধি বাড়িয়েছি, যেন পর্যটকেরা শীতকালীন খেলাধুলা ও শীতকালীন অভিজ্ঞতার মধ্যে একটি বেছে নিতে পারেন৷''
কিছু স্কি এলাকা তাদের সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করছে, আবার কিছু এলাকা, যেমন বালডারশোয়াং, বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে৷ কারণ, যত তাড়াতাড়ি হবে, ততই ভালো৷
ভেবার হল্ম/জেডএইচ