আর্জেন্টিনা : মুদ্রা নিয়ে ‘কুকথা' বলে বিরোধী নেতা বিপদে
১২ অক্টোবর ২০২৩আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতি এমনিতেই ভয়াবহ পর্যায়ে৷ এ অবস্থায় প্রেসিডেন্ট হলে কিভাবে দেশের অর্থনীতিতে সুদিন ফেরাবেন তা বলতে গিয়ে নিজের সমর্থকদেরও কিছুটা বিব্রত করেছেন সরাসরি কড়া কথা বলে সবসময় আলোচনায় থাকা ডানপন্থি নেতা মিয়েই৷ লা লিবার্তাদ আভান্সা বা লিবার্টি অ্যাডভান্সেস কোয়ালিশন (এলএলএ)-র এই প্রেসিডেন্ট প্রার্থী এক নির্বাচনিসভায় বলেছেন, ক্ষমতায় গেলে দেশকে ডলার-চালিত অর্থনীতির দিকে নিয়ে যাবেন, তাতে পেসো-নির্ভরতা কমবে এবং ধীরে ধীরে অর্থনীতি আবার চাঙ্গা হবে৷ এমন আশার কথা শোনাতে গিয়েই এক পর্যায়ে বলে বসেন, ‘‘ পেসোর তো মল-মূত্রের মূল্যও নেই!'' তারপর লেনদেন ‘‘কখনোই পেসোতে নয়, কখনোই পেসোতে নয়'' বলে আর্জেন্টাইনদের মাঝে দৃশ্যত পেসোবিমুখতাও জাগিয়ে তোলেন৷ পরিণামে ডলারের বিপরীতে পেসোর দাম দ্রুত কমতে থাকে৷
তার ওই মন্তব্যের পর এক ডলারের ক্রয়মূল্য ৮৮০ থেকে খুব দ্রুতই ১০০০ পেসোরও ওপরে উঠে গেলে মামলা করার ঘোষণা দেন বিদায়ী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ৷ ফার্নান্দেজের অভিযোগ- জাতীয় মুদ্রা সম্পর্কে ভয়ঙ্কর বিরূপ মন্তব্য করে মিয়েই জনমনে পেসো-আতঙ্ক ছড়িয়েছেন এবং এখন তার কুফল ভোগ করছে দেশ৷
সাবেক অর্থনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মিয়েই অবশ্য এ অভিযোগকে খুব একটা পাত্তা দেননি৷ তিনি মনে করেন, নির্বাচনে তার জয় সুনিশ্চিত জেনে সরকারি দল এখন ‘নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত‘ করার পাঁয়তারা করছে৷
প্রেসিডেন্ট ফার্নান্দেজ দণ্ডবিধির যে ধারায় অভিযোগ দায়ের করছেন তাতে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দুই থেকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনার মুদ্রা পেসো সম্পর্কে আতঙ্ক ছড়ানোয় মিয়েইর ডানপন্থি লা লিবার্তাদ আভান্সা (এলএলএ) দলের আরো দুই সদস্যকেও দায়ী মনে করছেন৷ তাই মিয়েইসহ মোট তিন জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশন দিয়েছেন তিনি৷
গত আগস্টে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে সবার চেয়ে এড়িয়ে ছিলেন মিয়েই৷ ধারণা করা হচ্ছিল, আগামী ২২ অক্টোবরের নির্বাচনে জিতে তিনিই হবেন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট৷
ফার্নান্দেজের দলের প্রার্থী, অর্থমন্ত্রী সার্জিও মাসাকে হারিয়ে আসন্ন নির্বাচনে মিয়েই শেষ হাসি হাসতে পারেন কিনা সেটাই এখন দেখার৷
এসিবি/ কেএম (এএফপি, ইএফই)